পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*b* বাঙ্গালার ইতিহাস নিধানপুরে আবিষ্কৃত কামরূপরাজ ভাস্করবর্ধার তাম্রশাসনে ভগদত্তবংশীয় রাজগণের বংশপরিচয় পাওয়া গিয়াছে : পুঞ্জবশ্বা | সমুদ্রবৰ্মা= দত্তদেবী ཐ་ད་ལྟ་ཞི- রত্নবর্তী ਾਂ = গন্ধৰ্ব্ববর্তী ਾਂ = যজ্ঞবর্তী ཧ་ཅང་གི་ཁ་སྟག་མ་ ਜੋ = দেববর্তী নাল =বিজ্ঞানবতী চন্দ্রমুখবর্ধা-ভোগবতী | འྀ་ཅར་ལ། གཤམ་ স্বস্থিতবৰ্ম্মা, নামাস্তর মৃগাঙ্ক = শুমাদেবী | | ---- - l স্বপ্রতিষ্ঠিতবৰ্ম্মা ভাস্করবর্শা ১৯১৫ খৃষ্টাব্দের মাচ মাসে যুক্ত প্রদেশের বড়বাকী জেলায় হড়াহাগ্রামে একখানি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে, ইহা মৌখরী বংশীয় ঈশানবশ্বার রাজ্যকালে ৬১১ বিক্রমাঝে উৎকীর্ণ হইয়াছিল। এই শিলালিপিতে হরিবর্খা, তৎপুত্র আদিত্যবৰ্দ্ধা, তৎপুত্র ঈশ্বরবর্ম, তৎপুত্র ঈশানবন্ধ এবং তংপুত্র স্বৰ্য্যবর্শার উল্লেখ আছে। এই শিলালিপির ত্রয়োদশ শ্লোক হইতে জানিতে পারা পারা যায় যে, ঈশানবর্থ অঙ্ক, শূলিক এবং সমুদ্রতীরবাসী গৌড়গণকে পরাজিত করিয়াছিলেন - 1 (3) Epigraphia Indica, vol xiv, pp. 110-20.