পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ : বাঙ্গালার ইতিহাস প্রথমভাগের প্রথম সংস্করণের ৯৫ পৃষ্ঠায় উল্লিখিত সমতটের পূর্বদিকে অবস্থিত ত্ৰক্ষেত্র, কামলঙ্কা, দ্বারাবতী, মহাচম্পা ঈশানপুর ও যবদ্বীপ এই ছয়টি প্রদেশের বর্তমান অবস্থান সম্বন্ধে মহামহোপাধ্যায় ঐযুক্ত পদ্মনাথ ভট্টাচাৰ্য্য বিদ্যাবিনোদ মহাশয় বঙ্গীয় সাহিত্য পরিষৎ পত্রিকায় একটি প্রবন্ধ প্রকাশ করিয়াছেন । এই প্রবন্ধে লেখক বাঙ্গালার ইতিহাসে এই ছয়টি দেশের যথোপযুক্ত অবস্থান নিণীত হয় নাই ইহাই প্রমান করিবার চেষ্টা করিয়াছেন । বিদ্যাবিনোদ মহাশয় তাহার বাঙ্গালা প্রবন্ধ কিঞ্চিৎ পরিবত্তিত করিয়া বিলাতের Royal Asiatic Society পত্রিকায় দ্বিতীয়বার মুদ্রিত করিয়াছেন “ । ইংরাজী প্রবন্ধে বাংলার ইতিহাসের উল্লেখ নাই তবে উভয় প্রবন্ধের নাম একই ; “সমতটের পূর্বে “To the East of Samatata এই প্রবন্ধে বিদ্যাবিনোদ মহাশয় প্রমাণ করিবার চেষ্টা করিয়াছেন যে ঐক্ষেত্র বর্তমান কুমিল্লা, ঈশানপুর মণিপুর রাজ্যে অবস্থিত। বিষ্ণুপুর এবং মহাচস্পা ব্ৰহ্মদেশে ভামোনগরের নিকটে অবস্থিত সম্পেনাগো । বিদ্যাবিনোদ মহাশয়ের ইংরাজী প্রবন্ধ প্রকাশিত হইবার পরে ফরাসী প্রত্নতত্ববিদ লুই ফিনো ( Louis Finot ) স্পষ্ট প্রমাণ করিতেছেন যে, মহামহোপাধ্যায় প্রযুক্ত পদ্মনাথ বিস্তাবিনোদ মহাশয় এ সম্বন্ধে স্থতন কথা কিছুই বলিতে পারেন নাই । (In conclusion, I am bound to say that the paper of Mr P.B. V. leaves the question unchanged, and that the identifications priviously acceptid are just as firmly established as ever) * শ্ৰীযুক্ত ফিনো প্রমাণ করিয়াছেন যে, মহামহোপাধ্যায় শ্রীযুক্ত পদ্মনাথ ভট্টাচাৰ্য্য বিখ্যাবিনোদ মহাশয় মাত্র শবসাদৃশ্বের উপর নির্ভর করিয়া এবং গত: অৰ্ধশতাব্দীর মধ্যে ফরাসী প্রত্নতত্ববিদগণ এই সকল দেশের অবস্থান সম্বন্ধে ধে সমস্ত উপাদান সংগ্ৰহ করিয়াছেন, তাহ না পড়িয়াই মৃতন করিয়া অবস্থান নির্ণয় কার্ষ্যে ব্ৰতী হইয়াছিলেন “ : (২) বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকা ১৬শ ভাগ, পৃঃ ১-১৮। (e) Journal of the Royal Asiatic Society 1910, pp. 1-19 (a) Ibib. p. 452 • -