পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* a : বাজালার ইতিহাস ছিলেন। শিবদেব ও বৎসদেবীর পুত্র জয়দেৰ ভগদত্তবংশজাত কামরূপরাজ হর্ষদেবের কন্যা রাজ্যমতীকে বিবাহ করিয়াছিলেন। নেপালে পশুপতিবাখ মন্দিরের পশ্চিম তোরনের পার্থে সংলগ্ন জয়দেবের খোদিতলিপি হইতে অবগত হওয়া যায় যে ১৫৩ ঐহর্ষাবো ( ৭৫৯ খৃষ্টাব্দে । এই খোদিতলিপি উৎকীর্ণ হইয়াছিল । এই খোদিতলিপি হইতে জয়দেবের বংশপরিচয় ও র্তাহার শ্বশুর বংশের বিবরণ জানিতে পারা যায়। জয়দেবের খোদিতলিপিতে হর্ষদেব গৌড়, ওড়, কলিঙ্গ ও কোশলপতি উপাধিতে ভূষিত হইয়াছিলেন ; অতএব ৭৫৯ খৃষ্টাব্দের পূৰ্ব্বে গৌড়দেশ হর্ষদেব কর্তৃক অধিকৃত হইয়াছিল। হর্ষদেব কামরূপরাজ বলিয়া খোদিতলিপিতে স্পষ্টভাবে উল্লিখিত নাই। তবে তাহারকস্তা রাজ্যমতীর”ভগদত্তরাজকুলজা” উপাধি দেখিয়া বোধ হয় যে হর্ষদেব কামরূপাধিপতি ছিলেন। গৌড়দেশ হর্ষদেব কর্তৃক বিজিত হইয়াছিল, অথবা তাহার পূৰ্ব্বেই বিজিত হইয়াছিল তাহা নির্ণয় করিবার কোন উপায় নাই। অনুমান হয় যে খৃষ্টীয় অষ্টম শতাব্দীর প্রথম পাদে গোঁড়, ওড়, কলিঙ্গ ও কোশল কামরুপরাজগণের হস্তগত হইয়াছিল। এই সময়ে কান্তকুজরাজ যশোবর্শ্ব সমগ্র উত্তরাপথ অধিকার করিতে চেষ্টা করিয়াছিলেন । র্তাহার সভাকবি বাকপতিরাজ বিরচিত “গউডবহে|” নামক প্রাকৃত ভাষায় রচিত কাব্যে যশোবর্ধার দিগ্বিজয়ে কাহিনী বর্ণিত হইয়াছে। “গউডবহে|” কাব্যে দেখিতে পাওয়া যায় যে যশোবর্শ্ব যখন বিন্ধ্যপৰ্ব্বত অতিক্রম করিতেছিলেন, তখন র্তাহার ভয়ে মগধনাথ যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করিয়াছিলেন কিন্তু মগধনাথের সামন্তগণ পলায়ন করিতে সমর্থ হন নাই। তাহারা যশোবর্ধার সহিত যুদ্ধ করিতে প্রস্তুত হইয়াছিলেন। যুদ্ধান্তে যশোবর্ঘ পলায়নপর মগধনাথকে নিহত করিয়া সমুদ্রতীরস্থিত বঙ্গরাজ্যে গমন করিয়াছিলেন। অসংখ্য হস্তীর অধিপতি বজেশ্বর পরাজিত হইয়া যশোবর্ষার অধীনতা স্বীকার করিয়াছিলেন । যশোবর্শা যে মগধেশ্বর ও বন্ধেশ্বরকে পরাজিত করিয়াছিলেন “গউডবহে|” কাব্যে র্তাহাদিগের নাম পাওয়া যায় না। যশোবর্ণাবে কর্তৃক পরাজিত মগধনাথ ও গুপ্তবংশীয় (A) Indiam Antiquary, wol ix p. 178. (৩) শঙ্কর পাওবন্ধ পণ্ডিত সম্পাদিত, বাকপতিরাজ প্রণীত, গউডবহে শ্লোক ৪৬৫-৭১৭। এ v.