পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बर्छे পরিচ্ছেদ - > * * পৌণ্ডবৰ্ধন নগরে গমন করিয়াছিলেন। পৌণ্ডবৰ্ধন তখন গৌড়রাজের অধিকার অধিকারভুক্ত এবং জয়ন্ত নামক সামন্তরাজের শাসনাধীন ছিল। জয়াপীড়; পৌণ্ডবৰ্ধন নগরে কমলা নায়ী এক নর্তকীর গৃহে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন এবং একটি সিংহ বধ করিয়া আত্মপ্রকাশ করিতে বাধ্য হইয়াছিলেন। পৌণ্ডবৰ্ধনরাজ জয়ন্ত র্তাহার কন্যা কল্যাণীদেবীকে জয়াপীড়ের হস্তে সমর্পণ করিয়াছিলেন। জয়াপীড় পাচজন গৌড়দেশীয় নরপতিকে পরাজিত করিয়া, জয়ন্তকে গৌড়দেশে সার্বভৌম নরপতিপদে উন্নীত করিয়াছিলেন। অদ্যাবধি কোন সমসাময়িক লিপিতে, অথবা গ্রন্থে গৌড়েশ্বর জয়স্তের নাম আবিষ্কৃত হয় নাই, সুতরাং কঙ্কনমিশ্র বর্ণিত জয়াপীড় কাহিনীর মূলে ঐতিহাসিক সত্য আছে বলিয়া বোধ হয় না । সুপ্রসিদ্ধ প্রত্নতত্ববিদ স্যার অরেল ষ্টাইন (Sir Aurel Sten ) জয়াপীড়ের গৌড়বিজয় কাহিনী ইতিহাস মূলক বলিয়া স্বীকার করিতে প্রস্তুত নহেন। তাহার মতে জয়াপীড় রাজ্যচ্যুত হইয়া গৌড়দেশে গিয়াছিলেন, কিন্তু তাহার গৌড়বিজয় কাহিনী কাল্পনিক । প্রসিদ্ধ ঐতিহাসিক ভিলেন্ট স্মিথ ( Vincent, A. Smith ) বলেন ষে, জয়াপীড়ের গৌড়দেশ গমনের কথা সম্পূর্ণরূপে কল্পনাপ্রস্থত “ । গৌড়রাজমালা (>3) It is impossible in the absence of other records to ascartain the exact elements of the historic truth underlying Kalhana's romantic story...... The kings wanderings duriug his exile seem to have taken him to Bengal, and to have subsequently been embellished by popular imagination,-Chronicles of the Kings of

Kashmir, vol. I, p. 94. -

(se) But the romantic tale of his visit incognito in the capital of Paundravardhana in Bengal, the modern Rajshahi District, then the seat of Government, of a King named Jayanta, unknown to sober history, seems to be purely imaginary—v, A, Smith, Early History of India, 3rd Edition, pp. 375-395. r