পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@》姆 | ইতিহা ক্ষত্রিয় এবং প্রতিহারকুল জাত” । তিনি কোন সময়ে ছেবাহিনী পরাজিত করিয়াছিলেন ৩৩ । ৭১২ খৃষ্টাব্দে মহম্মদ-বিন-কাশিমের নেতৃত্বে মোয়াবিয়ার বংশজাত খলিফা আল-ওয়ালিদের আদেশে মুসলমানগণ সৰ্ব্বপ্রথমে ভারতবর্ষে আসিয়াছিলেন। সিন্ধুরাজ দাছির পরাজিত ও নিহত হইলে সিন্ধুশে মহম্মদ বিন-কাশিম কর্তৃক অধিকৃত হইয়াছিল “ । প্রথম নাগভট বোধ হয়, মুসলমানগণকে পরাজিত করিয়া গুজরচক্রের স্বাধীনতা রক্ষা করিয়াছিলেন। নাগভটের পরে তাহার ভ্রাতু-পুত্ৰ ককুস্থ বা কঙ্কুক সিংহাসন লাভ করিয়াছিলেন। ককুস্থ বা কঙ্কুক সম্বন্ধে কোন কথাই অদ্যাবধি জানিতে পারা যায় নাই এবং তাহার পিতার নাম পৰ্য্যস্ত অজ্ঞাত রহিয়াছে। ককুস্থের পরে তাহার ভ্রাত দেবরাজ বাদেবশক্তি ভিল্লমালের সিংহাসনারোহণ করিয়াছিলেন। দেবশক্তি সম্বন্ধে এই মাত্র জানিতে পারা গিয়াছে, তিনি বিষ্ণুভক্ত ( পরম-বৈষ্ণব ) ছিলেন এবং র্তাহার পত্নীর নাম ভূয়িকাদেবী। দেবশক্তির পুত্র বৎসরাজ তাহার পরে ভিল্পমালসিংহাসনে আরোহণ করিয়াছিলেন । বৎসরাজই গুজ্জার-প্রতিহার-রাজগণের মধ্যে উত্তরাপথ আক্রমণে অগ্রণী হইয়াছিলেন। হর্ষবর্ধনের মৃত্যুর পরে বোধ হয় তাহার মাতুলপুত্ৰ ভত্তির বংশ কান্যকুঞ্জের অধিকার লাভ করিয়াছিলেন। বৎসরাজ বলপূর্বক ভক্তির বংশধরগণের নিকট হইতে সাম্রাজ্য অপহরণ করিয়া (৩২) আত্মায়ামফলাদুপার্জ্য বিজরং দেবেন দৈত্যদ্বিধা জোতিীজমকৃত্রিমে গুণবতি ক্ষেত্রে যদুপ্তং পুরা [i] শ্ৰেয়ঃ কদবপুস্তত সমভবত্তাম্বানতশাপরে মন্বিক্ষাকুককুস্থমূলপৃথক ক্ষাপালকল্পদ্রুমা ॥২ তেষাং বংশে স্বজন্ম কুমনিহিতপদে ধান্ত্রি প্রজেন্তু বেরিং রাম পৌলস্ত্যহিনশ্ৰং ক্ষতবিহতিসমিৎকর্য চক্রে পলাশৈ: প্লাম্ব্যস্তস্তান্থজোলেী মঘবমদমুষো মেঘনাদস্ত সংখ্যে সৌমিত্রিস্তীব্রহ্মও: প্রতীহরণfT"# (STER (t e–Annual Report of the Archaeological Survey of India, 1903-4, p. 280, verse 2 and 3. (৩) অশে প্রতিরেকেডলস্কৃতি ত্ৰৈলোক্যনাশয় জেবে নাগভট পুরাতলযুনেমু তিব্বভুবান্ধুতং স্থানস্থলছগঞ্জেচিকুৰ্ভিকিছুষ্ঠর্বতে • • • (so) sir H. Elliors History of India, voi , Note B, p.493.