পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যষ্ঠ পরিচ্ছেদ S X & ছিলেন “ ভণ্ডি-বংশজাত কোন কান্যকুজরাজের নাম অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই । বৎসরাজ ৭৭৫ শকাব্দে (অর্থাৎ ৭৮৩ খৃষ্টাব্দে) জীবিত ছিলেন। জৈন হরিবংশ পুরাণে দেখিতে পাওয়া যায় যে, ৭•৫ শকাব্দে ইন্দ্রায়ুধ উত্তরদিক, কৃষ্ণের . পুত্ৰ শ্ৰীবল্লভ দক্ষিণদিক, অবন্তীরাজ পূৰ্ব্বদিক এবং বৎসরাজ পশ্চিমদিক শাসন করিতেছিলেন এবং এই সময়ে বীর জয়বরাহ সোর্বদিগের রাজত্বের অধিকারী ছিলেন” । কান্যকুঞ্জ জয় করিয়াই বৎসরাজ ক্ষান্ত হন নাই, তিনি ভিন্নমাল হইতে আৰ্য্যাবর্তের পূর্বপ্রান্তে আসিয়া অনায়াসে গৌড়দেশ জয় করিয়া শরদিন্দুধবল গৌড়িয় রাজচ্ছত্ৰদ্ধয় গ্রহণ করিয়াছিলেন। গুজব-রাজের গৌড়-বিজয় অধিককাল স্থায়ী হয় নাই। মান্যক্ষেতের রাষ্ট্রকুটবংশজ এবধারাবর্ষ কর্তৃক পরাজিত হইয়া তাহাকে অবিলম্বে মরুভূমিতে আশ্রয় গ্রহণ করিতে হইয়াছিল। ভিন্নমাল বা কানাকুজের গুজ্জর প্রতীহারবংশ, গৌড়ের পালরাজবংশ এবং মান্যক্ষেতের রাষ্ট্ৰকুট-বংশ খৃষ্টয় অষ্টম ও নবম শতাব্দীতে উত্তরাপথের রঙ্গমঞ্চের রাষ্ট্রীয় নাট্যের প্রধান নায়ক এবং ই হাদিগের ইতিহাসই ভারতবর্ষের ইতিহাস । স্বৰ্গীয় পণ্ডিত ভগবানলাল ইন্দ্রজী অনুমান করিয়াছিলেন যে রাষ্ট্রকুটগণ দাক্ষিণাত্যবাসী অনাৰ্য্য জাতি । র্তাহার মতানুসারে এই জাতির প্রাচীন নাম ‘রট্র’ । বহু খোদিত লিপিতে রট্রগণের উল্লেখ দেখিতে পাওয়া যায়। বর্তমান সময়ে দাক্ষিণাত্যে বুট্রগন রেডিড নামে পরিচিত । চারণগনের কাব্যে কান্যকুঞ্জ ও মাড়ওয়ারের রাঠোরগণের ভিন্ন ভিন্ন বিবরণ দেখিতে পাওয়া যায়। রাঠোর (৩৫ খ্যা ( তাম্ব ) ভণ্ডিকুলাম্মদোৎকটকরিপ্রাকারজুলঙ্ঘতে য: সাম্রাজ্যমধিজ্যকাস্থ কসখা সংখ্যে হঠাদগ্রহীং । এক ক্ষত্রিয়পুজবেষু চ যশোগুীন্ধুরং প্রোগ্ৰহগ্নিক্ষাকো; কুলমুল্লতং স্বচরিতেশ্চক্রে স্বনামাঙ্কিতং ৭ ৷ . . —Annual Report Archaeological Survey of India, 1903-4, pp. 280-81, verse 7. * (৩৬) শাকেৰাশতে সঞ্চহু শিং পক্ষোত্তরেযুক্তরাং পূৰ্ব্বাং ক্রমবত্তিভূর্তৃতি ৰূপে বৎসাজি ধ। রাজেইপরাং সোঁধ্য রা) নামধিমণ্ডলে (লং জরথুতে বীরে বরাহেইবতি । –Journal of the Royal Asiatic Socity, 1909, p. 253