পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

y' ৰাঙ্গালার ইতিহাস স্বয় হরণ করিয়া ছিলেন । বৎসরাজ বোধ হয় গৌড় ও বঙ্গ, এই উভয় প্রশেই অধিকার করিয়াছিলেন এবং প্রত্যেক প্রদেশের স্বাজচ্ছত্র গ্রহণ করিয়াছিলেন । বৎরাজের পুত্র দ্বিতীয় নাগভট এবের পুত্র তৃতীয় গোবিন্দ কর্তৃক পরাজিত হুইলে, গোবিদের ভ্রাতু-পুত্র কর্ক গুজরাষ্ট্রের স্বারে অর্গলস্বরূপ হইয়া উহাকে তাহার অধিকার মধ্যে আবদ্ধ রাখিয়াছিলেন। বরোদায় আবিকৃত কর্করাজের তাম্রশাসনে কথিত আছে যে, গুজরপতি গৌড়-বন্ধেশ্বরকে পরাজিত করিয়া মালব রাজকে আক্রমণ করিলে তাহার স্বামীর (অর্থাৎ তৃতীয় গোবিলের । আদেশানুসারে কর্করাজ গুজ্জ্ব রেশ্বরকে তাহার স্বীয় অধিকারের সীমা মধ্যেঅবস্থান করিতে বাধ্য করিয়াছিলেন। এইস্থানে গৌড় ও বঙ্গের একত্র উল্লেখ দেখিয়া জহুমান হয় যে, বৎসরাজ কর্তৃক জিত শ্বেতছত্রদ্বয়ের একটি গৌড়ের রাজচ্ছত্র, অপরটি বঙ্গদেশের * । -- বৎসরাজ খৃষ্টীয় অষ্টম শতাব্দীর শেষ পাদে বিদ্যমান ছিলেন । ৭৮৩ খৃষ্টাখো রাষ্ট্ৰকুটরাজ কৃষ্ণরাজ জীবিত ছিলেন, সুতরাং উহার পুত্র ধ্রুবধারাবর্ষ তখনও সিংহাসনে আরোহণ করেন নাই। অতএব ৭৮৩ খৃষ্টাব্দের পরে কোন সময়ে উত্তরাপথ-বিজেতা মহারাজ বৎসরাজ রাষ্ট্রকুটগণের সহিত যুদ্ধে পরাজিত হইয় মরদেশে পলায়ন করিয়াছিলেন। বৎসরাজ কৰ্ত্তক ভক্তির-বংশের অধিকার লোপ এবং কান্যকুজ অধিকার, ধ্রুব কৰ্ত্তক তাহার পরাজয়ের পুর্বে ঘটিয়াছিল। এৰ ৭•৫ হইতে ৭১৬ শকাবের (৭৮৩-৭৯৪ খৃষ্টাব্দের ) মধ্যে রাষ্ট্রকুট সিংহাসনের অধিকার পাইয়াছিলেন । ৭৮৩ খৃষ্টাব্দে ইন্দ্রীযুদ্ধ উত্তরদিকের (সম্ভবতঃ কান্যফুজের) রাজা ছিলেন। ইঙ্গায়ুধ গুজর প্রতিহার রাজগণের অনুগ্রহ-ভিখারী (৪৩) , লাম্বীকৃতগৌড়রাজ্যকমলামজম প্রবেশাচির জুধার্গ মক্ষমধ্যমপ্রতিবলৈ ধে বসরাজং কলৈ ৷ গৌড়ীয়ং শরদিন্দুপাধবলং ছত্ৰদ্বয়ং কেবলং। তন্মায়ঙ্কত তা যশোপি ককুতাং প্রান্তে স্থিত তৎক্ষণাৎ । , —Wani-grant-Indian Antiquary, vol XI, p- 157 , Radhanpur grant-Epigraphia Indica, vol, vi, p. 243. L00S HHHDDDDBBBBB BBBBBBBBBBBBBBBBBB BBBS S SSDD DDDBB BBBBBBBBB BB BBBBB BBBBB BBS -Baroda grant of Karkaraja-Indian Antiquary, vol. xii,