পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

,》导引 বাঙ্গালার ইতিহাস (খ) যত জগত্রাজজীশবর্ঘ্য ঐশ্বর্বশৌৰ্য্যাঙ্গ বীৰ্য্যভাজী। অপূৰ্ব্বতক্তির্ভবদেবদেবেন্ধবো শশাঙ্কশ্বরবন্ধশাকে । জাতে বিজয়সেনো গুণিগণগণিতস্তস্ত দৌহিত্রবংশে । পুণ্যাত্মা বেযশুক্সে ধরশীপডিগণৈঃ পূজ্যমানপ্রধান । বিজয়সেনের তাম্রশাসনে যখন দেখিতে পাইতেছি যে, বাগলন স্বয়ং শুরুবংশের dौश्छि ছিলেন, তখন- } (ক) তিনি কখনই আদিশূরের দৌহিত্রবংশজাত হইতে পারেন না। (খ) উীহার মাতার নাম ঐ নহে, কিন্তু তাহার মাতা বিলাসদেবীই পূৰ্ববংশের কন্যা। পূৰ্ব্বোক্ত প্রমাণানুসারে সাধারণতঃ কুলশাস্ত্রের প্রমাণগুলি অসত্য বলিয়া বোধ হয়। অনুমান হয় যে, প্রাচীন জনপ্রবাদ লইয়া কুলশাস্ত্র রচিত হইয়াছিল। শ্যামলবর্ষার সময়ে বঙ্গে বৈদিক ব্রাহ্মণগণ আগমন করিয়াছিলেন। হুজমর্দনদেব চন্দ্ৰৰীপ রাজবংশের প্রতিষ্ঠাতা। আদিশূরের সময়ে বঙ্গে রাঢ়ীয় ও বীরেন্দ্র ব্ৰাহ্মণগণ আগমন করিয়াছিলেন। এই সকল জনপ্রবাদ ব্যতীত ফুলশাস্ত্রে প্রাচীনকালে বংশপরম্পরা ও বিবাহ-সম্বন্ধ ব্যতীত অন্য কোন বিষয় বর্ণিত হইয়াছিল বলিয়া বোধ হয় না। বর্তমান সময়ে কুলশাস্ত্রসমূহে রাশি রাশি ঐতিহাসিক ঘটনার উল্লেখ দেখিতে পাওয়া যায়, কিন্তু নূতন ঐতিহাসিক আবিষ্কারের আলোকে তৎসমুদয় “প্রক্ষিপ্ত" প্রমাণ হইতেছে। এইজন্য গ্রন্থমধ্যে ফুলশাস্ত্রোঙ্কত কোন বচন প্রমাণস্বরুপ গৃহীত হইল না।

१ t