পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ $83. ঐরামচঞ্জের স্তায় ] আত্মষশ বিস্তৃত করিয়াছিলেন"৩২ ৷ 6क्लीकुम्न छ রামচরিতের টাকার উপরে নির্ভর করিয়া গোপালদেবের পূর্বনিবাল সম্বন্ধে তারনাথের উক্তি গ্রহণ করা যাইতে পারে। গোপালদেব সিংহাসনে আরোহণ করিয়া সৰ্ব্বপ্রথমে বোধ হয় আত্মরক্ষায় ব্যস্ত ছিলেন। বারংবার বিদেশীয় রাজগণ কর্তৃক আক্রাস্ত হইয়া গৌড়-মগধবঙ্গ নিশ্চয়ই অত্যন্ত হীনবল হইয়া পড়িয়াছিল। কিছুদিন প্রজাবৃন্দকে জরাজকতা ও বিদেশীয় অক্রমন হইতে রক্ষা করাই বোধ হয় প্রথমে গোপাল দেবের রাজ্যকালের প্রধান কৰ্ত্তব্য হইয়াছিল। গোপালদেবের রাজ্যকালের কোন ঘটনার বিবরণই অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই ; এখনও পর্যন্ত র্তাহার কোন শিলালিপি, তাম্রশাসন অথবা প্রাচীন মুদ্র ভারতবর্ষের কোন স্থানেই আবিষ্কৃত হয় নাই। র্তাহার পৌত্র দেবপালদেবের মুঙ্গেরে আবিষ্কৃত তাম্রশাসন হইতে অবগত হওয়া ধায় যে, “তঁহার অসংখ্য সেনাদল যুদ্ধার্থ প্রচলিত হইলে, সেনাপদাঘাতোথিত ধূলিপটলে পরিব্যাপ্ত হইয় গগনমণ্ডল দীর্ঘকালের জন্ত বিহঙ্গমগণের বিচরণোপযোগী পদপ্রচারক্ষম অবস্থা প্রাপ্ত হইত বলিয়া প্রতিভাত হইত। তিনি সমূদ্র পর্যন্ত ধরণীমণ্ডল জয় করিবার পর আর যুদ্ধোন্যমের প্রয়োজন নাই বলিয়া, মদমত্ত রণকুঞ্জরগণকে বন্ধন হইতে মুক্তিদান করিলে, তাহার স্বাধীনভাবে বনগমন করিয়৷ আনন্দাশ্রপুর্ণলোচনে বন্ধুগণকে পুনরায় দর্শন করিয়াছিল৩৩।” 'সমুদ্ৰ পৰ্যন্ত জয়ের’ অর্থ বোধ হয় যে, তিনি দক্ষিণ রাঢ় এবং ‘ব’দ্বীপের শেষ সীমা পর্যন্ত স্বীয় অধিকার বিস্তার করিয়া ছিলেন । ধৰ্ম্মপালদেবের খালিমপুরে আবিষ্কৃত তাম্রশাসন হইতে অবগত হওয়া & (৩২) ভস্তোজ’স্বল-পৌরূযস্ত নৃপতে: শ্রীরামপালোহভবৎ পুত্র; পালকুলাদ্ধিশীতকিরণঃ সাম্রাজ্য বিখ্যাতিভাক । তেন যেন জগত্রয়ে জনকছু লাভা যথাবত্বশ: ক্ষেীণী নায়ক-ভীমরাবন-বধাস্থ্যুদ্ধাঞ্জ বোল্পঘনাৎ ॥ -বৈভদেবের কমৌলী তাম্রশাসন, ৪র্থ শ্লোক—গৌড়লেখমালা,পৃ: ১২৯, ১৩৮ ৷ (৩৩) বিজিত্য যেন জলখের্বস্থদ্ধরাং বিমোচিতামোঘ-পরিগ্রহ ইতি । সবাষ্পমুখাম্পাবিলোচনীন পুনৰ্ব্বনেষু বন্ধুনদ (শু ) ম'তাজা । চলৎস্বপ্তেযু বলেয়ু বস্ত বিশ্বভারায় নিচিতং বুজোভি । পাদপ্রচার-ক্ষমমস্তৰীক্ষং বিহঙ্গমানাং স্থচিরংবভূৰ ॥ —দেবপালদেবেরমুঙ্গের তাম্রশাসন, ৩য় ও ৪র্থ শ্লোক ; গৌড়লেখমালা, - - > بر નૃઃ ૦૬-૦૭, 88-8૨