পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* Bos বাঙ্গালার ইতিহাস ধ্বংসাবশেষ খননকালে একখানি শিলালিপি আবিষ্কৃত خهtfماه جلا 4 قتي খ্ৰীষ্টাবে পণ্ডিত ঐযুক্ত হীরানন্দ শাস্ত্রী প্রত্নতত্ত্ব-বিভাগের সর্বাধ্যক্ষ কর্তৃক গোয়ালিয়র নগরের চিত্রশালায় রক্ষিভ কতকগুলি শিলালিপি পরীক্ষা করিতে প্রেরিত হুইয়াছিলেন । সেই সময়ে তিনি গোয়ালিয়রের চিত্রশালায় এই শিলালিপি দেখিতে পাইয়াছিলেন । এই শিলালিপির একখানি প্রতিলিপি ডঃ হৰ্ণলি ডঃ কীলহণকে প্রদান করিয়াছিলেন। ডঃ হৰ্ণলি প্রদত্ত অস্পষ্ট প্রতিলিপি হইতে, ডঃ কলহৰ্ণ গোয়ালিয়র শিলালিপির আংশিক পাঠোদ্ধার করিয়া প্রকাশ করিয়াছিলেন যে, ইহাতে গুর্জরপ্রতীহার বংশীয় বৎসরাজের পুত্র দ্বিতীয় নাগভট কর্তৃক চক্রায়ুধ নামক এক রাজা পরাজিত হইয়াছিলেন°৮ । এই সময়ে পণ্ডিত শ্ৰযুক্ত ইরানন্দ শাস্ত্রী এই শিলালিপির সম্পূর্ণ উদ্ধৃত পাঠ ও প্রতিলিপি প্রকাশ করিয়াছিলেন । সাগরতলের শিলালিপি হইতে অবগত হুওয়া যায় যে, প্রতীহারবংশে নাগভট নামক এক রাজা জন্মগ্রহণ করিয়াছিলেন ; কস্কুক এবং দেবরাজ নামক র্তাহার ভ্রাতুপুত্রদ্বয় তাহার পরে সিংহাসন অধিকার করিয়াছিলেন । দেবরাজের পুত্র বৎসরাজ প্রতীহার রাজ্যের অধিকার লাত করিয়া ভণ্ডির বংশের সাম্রাজ্য লেপি করিয়াছিলেন । র্তাহার পুত্র দ্বিতীয় নাগভট অন্ধ্র, সিন্ধু, বিদর্ভ ও কলিঙ্গদেশের রাজগণকে পরাজিত করিয়াছিলেন । অপরের অপ্রিয় গ্রহণের জন্য র্যাহার নীচভাব প্রকাশ হইয়াছিল, দ্বিতীয় মাগভট সেই চক্রায়ুধকে এবং বহু হুস্ত্যশ্বরথের অধিপতি বঙ্গপতিকেও পরাজিত করিয়াছিলেন। তিনি আনর্জ, মালব, কিরাত, তুরস্ক, বৎস এবং মৎস্ত দেশের রাজগণের গিরিদুর্গ-সমূহ অধিকার করিয়াছিলেন । গোয়ালিয়র শিলালিপির চক্রায়ুধ যে ভাগলপুর তাম্রশাসনের চক্রায়ুধ, সে বিষয়ে পণ্ডিতগণের কোন সন্দেহই রহিল মা । ইতিমধ্যে আর একখানি তাম্রশাসন আবিষ্কৃত হওয়ায় ভাগলপুর তাম্রশাসনের চক্রায়ুধ ও গোয়ালিয়র শিলালিপির চক্রায়ুধের একত্ব সম্বন্ধে বিশ্বাস অধিকতর দৃঢ় হইল। ১৯০৮ খৃষ্টাব্দে ঐযুক্ত দেবদত্ত রামকৃষ্ণ (sb) Nachrichten von der, Koniglichen Gesellschaft der Wissenschaften zu Gottingen, Philologische-historische Klasse, 1905, po 301. (ss). Annual Report of the Archaelogical Survey of India, 1904, pp.280-81• w -