পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

プ)4 e বাগলার ইতিহাস নির্ধারণ অসঙ্গত বলা স্থায়সঙ্গত কাৰ্য্য হয় নাই । তোরখেড়ে গ্রামে আবিষ্কৃত তৃতীয় গোবিন্ধের তাম্রশাসন হইতে অবগত হওয়া যায় যে, তিনি ৮১৪ খৃষ্টাবের ডিসেম্বর মাসে জীবিত ছিলেন । গিরুর ও নীলগুণ্ডের শিলালিপিন্ধয় হইতে অবগত হওয়া লায় যে, তৃতীয় গোবিন্দের পুত্র প্রথম অমোঘবর্ষ ৮১৫ হইতে ৮১৭ খৃষ্টাবের মধ্যে কোন সময়ে সিংহাসনে আরোহণ করিয়াছিলেন ; ইহা সত্বেও প্রযুক্ত রমাপ্রসাদ চন্দ অনুমান করিয়াছেন যে, ধৰ্ম্মপালদেৰ ৮১৫ খৃষ্টাৰে সিংহাসনারোহণ করিয়াছিলেন"? স্বতরাং "গৌড়রাজমালায়’ ধৰ্ম্মপালদেবের সিংহাসনারোহণ সম্বন্ধে যাহা উক্ত হইয়াছে, তাহ বিশ্বাসযোগ্য নহে । তৃতীয় গোবিদের তাম্রশাসনসমূহ পরীক্ষা করিলে স্পষ্ট বুঝিতে পারা যায় যে, ৭৩০ শকাব্দের শ্রাবণ মাসের অমাবস্তার পূৰ্ব্বে তৎকর্তৃক গুজর-প্রতীহার-বংশীয় দ্বিতীয় নাগভট পরাজিত হইয়াছিলেন । রাধনপুরে আবিষ্কৃত তৃতীয় গোবিন্দের তাম্রশাসন হইতে অবগত হওয়া ষায় যে, ৭৩৯ শকাব্দের শ্রাবণের অমাবস্তার { ২৭শে জুলাই, ৮১৮ খৃষ্টাব্দ) পূর্বে তৎকর্তৃক গুজর-বংশীয় কোন রাজা পরাজিত হইয়াছিলেন9* । অধ্যাপক vশ্রীধর রামকৃষ্ণ ভাণ্ডারকরের নিকটে প্রথম আমেঘবর্ষের যে অপ্রকাশিত তাম্রশাসনখানি ছিল, তাহা হইতে অবগত হওয়া যায় যে, তৃতীয় গোবিন্দ কর্তৃক পরাজিত গুর্জররাজ্যের নাম ‘নাগভট'ত । অতএব ইহা স্থির যে, গুর্জয়-প্রতীহার-বংশীয় দ্বিতীয় নাগভট ৮০৮ খৃষ্টাব্দের পূর্বে কোন সময়ে তৃতীয় গোবিন্দ কর্তৃক পরাজিত হইয়াছিলেন। প্রথম (••) Ibid, vol. III, p. 54, vol. VII, Appendix, p. 12. No. 67. т اوه :s) cshgrtwrital, sqی) (৬৫) সংখায়াশু শিলীমুখীং স্বসময়াং বাণাসনস্তোপরি প্রাপ্তং বধিতবংখুজীববিভবং পদ্মাভিযুদ্ধাৰিতং । সন্নক্ষত্রমুীক্ষা যং শরষ্কৃতুং পর্জ্যস্তবন্ধগুজরে নষ্ট: স্কাপি ভগ্নাত্তথা ন সমরং স্বপ্লেপি পণ্ডেম্বথা ॥ ১৫ ॥ -Epigraphia India, vol. VI, p. 244. স নাগভটচত্রগুপ্তৰূপয়ের্ষিশোৰ্থং (?) রণে স্বাহাৰ্ষ্যমপহাৰ্য ধৈৰ্যবিকলনখোলান। * পুনঃ পুনরতিষ্টিপৎ স্বপ এব চাস্থানপি ॥ ২২ ৷ —Journal of the Bombay Branch of the Royal Asiatic Society, vol. XXII, part LXI, p. 118.