পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》(: বাঙ্গালার ইতিহাস শরণাগত হইয়াছিলেন । তৃতীয় গোবিন্দের পিতা এবধারাবর্ধ ইতিপূৰ্ব্বে দ্বিতীয় নাগভটের পিতা বৎসরাজকে পরাজিত করিয়া গৌড়রাষ্ট্র গুর্বর-কবলমুক্ত করিয়াছিলেন এবং বৎসরাজকে মরুভূমিতে তাড়িত করিয়াছিলেন। জহুমান হয় যে, দ্বিতীয় নাগভট কর্তৃক পরাজিত হইয়া ধৰ্ম্মপাল ও চক্রায়ুধ দক্ষিণাপথেশ্বর তৃতীয় গোবিন্দের নিকট সাহায্য ভিক্ষা করিয়াছিলেন এবং উহাদেরই জাহানে গোবিন্দ উত্তরাপথ আক্রমণ করিয়া নাগভটকে পরাজিত করিয়াছিলেন । ধৰ্ম্মপাল ইজরাজের নিকট হইতে বলপূর্বক কান্তকুজ গ্রহণ করিয়া তাহা চক্রায়ুধকে প্রদান করিয়াছিলেন, এইজন্তই প্রথম ভোজদেবের সাগরতাল শিলালিপিতে চক্রমুখকে পরাশ্রয়কৃত-স্ফুটনীচভাব বিশেষণে অভিহিত করা হইয়াছে। স্বতরাং নাগভট কর্তৃক পরাজিত হইবার পূৰ্ব্বে, চক্রায়ুধ ধৰ্ম্মপালের সাহায্যে কান্তকুজ সিংহাসন লাভ করিয়াছিলেন এবং ইঙ্গায়ুধের সিংহাসন চক্রীযুদ্ধকে প্রদান করিবার পূর্কে ধৰ্ম্মপাল গৌড়ের সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। ৮০৮ খৃষ্টাব্দের পূৰ্ব্বে তৃতীয় গোবিন্স, দ্বিতীয় নাগভটকে পরাজিত করিয়াছিলেন ; তৎপূৰ্ব্বে দ্বিতীয় নাগভট চক্রাযুদ্ধকে পরাজিত করিয়াছিলেন, তৎপূৰ্ব্বে ধৰ্ম্মপাল ইন্দ্রায়ূধকে পরাজিত করিয়া চক্রায়ুখকে কান্তকুজের সিংহাসন প্রদান করিয়াছিলেন এবং তাহারও পূৰ্ব্বে ধৰ্ম্মপাল গৌড়ের সিংহাসনে জারোহণ করিয়াছিলেন ; স্বতরাং ৭৯০ হইতে ৭৯e খৃষ্টাব্দের মধ্যে ধৰ্ম্মপালের অভিষেক-কালনির্ণর অন্যায় হয় নাই। ঐযুক্ত রমাপ্রসাদ চম জার একটি উপায়ে ধৰ্ম্মপালদেবের অভিষেককাল নির্ধারণ করিবার চেষ্ট্রী করিয়াছিলেন। দ্বিতীয় নাগভটের পৌত্র ভোঙ্গদেবের পুত্ৰ মহেক্সপাল বt মছেঞ্জাম্বুধের রাজ্যকালে বলবৰ্ম্ম এবং তাছার পুত্র অবনীবী হুইখানি তাম্রশাসন দ্বারা দুইখানি গ্রাম দান করিয়াছিলেন । এই তাম্রশাসনৰয় ৰোম্বাই প্রদেশের কাঠিয়াবাড়ের অন্তর্গত উনানগরে আবিষ্কৃত হইয়াছিল। প্রথম তাম্রশাসনখানি বলবার ; ইহা হইতে অবগত হওয়া যায় যে, বলবর্ষ। •৭৪ বলতী-সংসরে অর্থাৎ গোপ্তান্ধে ( ৮৯৩ খৃষ্টাৰে ) জীবিত ছিলেন। দ্বিতীয় তাম্রশাসনখানি বলবর্ষার পুত্র দ্বিতীয় অবনীবী কর্তৃক প্রদত্ত হইয়াছিল। ইহা ১৫৬ বিক্রমBBB SAtBBBS BBBB BBBBBS g BBBBB BBBBB BBDDS বানৰকাসুন্ধত্ব কভি ইয়াছে যে, তিনি বর্গ নামক জনৈক নরপতিকে যুদ্ধ