পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 & 8 বাঙ্গালার ইতিহাস কান্তকুজকে রাজত্ৰ প্ৰদান করিয়াছিলেন" । কান্তকুঞ্জ নগর পঞ্চালদেশে অবস্থিত’। পূৰ্ব্বোক্ত শ্লোক হইতে স্পষ্ট বুঝিতে পাণ ৰায় যে, ভোজ, মৎস্ত, কুরু, যছ, যবনাদি দেশসমূহের রাজগণ কান্তকুজারাজের অভিষেককালে বাধ্য হইয়া সাধুবাদ করিয়াছিলেন অর্থাৎ তাহারা ধৰ্ম্মপালদেব কর্তৃক পরাজিত হইয়। ইন্দ্ররাজের পরিবত্তে চক্রায়ুধকে কান্তকুজের অধিপতি বলিয়া স্বীকার করতে বাধ্য হইয়াছিলেন । ভোজদেশ ও মৎস্তদেশ বত্তমানে রাজপুতানার অংশবিশেষের নাম । কুরু ও স্বছ বৰ্ত্তমান পাঞ্জাবের প্রাচীন নাম । গন্ধার ও যবন সিন্ধুনদের উভয় পারস্থিত প্রদেশদ্বয়ের নাম । কীর বক্তমানে কাঙ্গড়া বা জালামুখী প্রদেশের নাম * এবং অবস্তি বা উজ্জয়িনী মালবদেশের রাজধানী। সুতরাং চক্রায়ুধকে ইন্দ্রীয়ুধের সিংহাসনে স্থাপন করিবার জন্ত ধৰ্ম্মপালদেবকে যে পঞ্চনদ, রাজপুতানা ও মালবের রাজগণকে পরাজিত করিতে হইয়াছিল, সে বিষয়ে কোনই সন্দেহ নাই। খৃষ্টীয় সপ্তম শতাব্দীর পরে উত্তরাপথে গুর্জরগণের যেরূপ বিস্তৃত প্রভাবের নিদর্শন দেখিতে পাওয়া যায়, তাহা হইতে অম্লমান হয় যে, ধৰ্ম্মপাল কর্তৃক পরাজিত কুরু, বন্ধু, ঘবনাদি দেশের রাজগণ গুর্জর-জাতীয় ছিলেন । এই সময়ে ভিক্সমালের অধিপতিগণ গুর্জয়রাজচক্রের মগুলেশ্বর ছিলেন এবং ক্ষুদ্র ক্ষুদ্র গুর্জর-রাজ্যের সহিত গৌড়েশ্বরের বিবাদ উপস্থিত হওয়ায় বোধ হয়, তিনি তাহার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিতে বাধ্য হইয়াছিলেন । গৌড়েশ্বর ধৰ্ম্মপাল গুর্জর-রাজ দ্বিতীয় নাগভট কর্তৃক পরাজিত হইয়াছিলেন" । সাগরতলের শিলালিপিতে প্রথমে চক্রায়ুধের ও পরে বঙ্গেশ্বরের পরাজয়ের উল্লেখ আছে। অনুমান (৭৩) ভোজৈৰ্ম্মখস্যৈঃ সমস্ত্রৈ কুরু-যদু-ঘবনবন্ধি-গাস্কার-কীরৈ ভূপৈর্ব্যালোলমেলি-প্রণতি-পরিণতৈঃ সাধুসঙ্গীর্ধ্যামাণ । হৃষ্যৎ-পঞ্চালবৃদ্ধোন্ধত-কনকময়-স্বাভিষেকোদক কুণ্ডে দত্ত: শ্ৰীকন্যকুজস সললিত-চলিত-ভ্ৰলত-লক্ষ্ম যেন ॥ ১২ ॥ . --গৌড়লেখমালা, পৃঃ ১৪ । (a8) Epigraphia Indica, vol. IV, p. 246. (ae) Baijnath Inscription of Laskhmanachandra of Kiragrama, Epigraphia Indica, vol. I, p. 104. (৭৯) দুৰ্ব্বারবৈরিবরবারণবাজিবরিয়াগোঁৰসংঘটনঘোরধমান্ধকারং । , নিৰ্জিত্য বঙ্গপতিমাবিরভূবিশ্বাডেমিৰ ত্ৰিজগজেকবিকাশকোষ ॥ ১• । —Annual Report, Archaeological Survey of India, -