পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ । } st ১৯৭৩ বিক্রমান্ধে (১১১৬ খৃষ্টাব্দে ) জয়বৰ্গদেবের আদেশে পুনরুৎকীর্ণ হইয়াছিল ১৬। দ্বিতীয় বিগ্রহপালের রাজ্যের শেষভাগে অথবা প্রথম মহীপালের রাজ্যারম্ভকালে রাঢ় ও অঙ্গ খঙ্গদেব কর্তৃক আক্রান্ত হইয়াছিল বলিয়৷ অনুমান হয়। ধঙ্গদেব মহোবায় প্রত্যাবৰ্ত্তন করিলে বোধ হয় মহীপালদেব পিতৃরাজ্য উদ্ধার-সাধনে যত্নবান হইয়াছিলেন। পূৰ্ব্বে কথিত হইয়াছে যে, মহীপালদেবের রাজারম্ভের পূৰ্ব্বে বরেন্দ্রী বা উত্তর-বঙ্গ কাম্বোজ জাতি কর্তৃক অধিকৃত হইয়াছিল । গৌড়ে কম্বোজাধিকারের একটিমাত্র নিদর্শন অদ্যাবধি আবিষ্কৃত হইয়াছে। দিনাজপুর জেলায় বাণগড় নামক স্থানে বিস্তৃত ধ্বংসাবশেষ-মধ্যে একটি বৃহৎ কৃষ্ণবর্ণ শিলানিৰ্ম্মিত সুচারুকারু-কাৰ্য্যশোভিত স্তম্ভ আবিষ্কৃত হইয়াছিল । দিনাজপুরের স্বৰ্গীয় মহারাজ। স্তর গিরিজানাথ রায়ের কোন পূৰ্ব্বপুরুষ ইহা বাণগড় হইতে আনয়ন করিয়া স্বীয় প্রাসাদে স্থাপন করিয়াছিলেন । তদবধি ইহা দিনাজপুর-রাজবাটীর প্রাঙ্গণে স্থাপিত আছে। এই স্তম্ভের মূলদেশে তিনছত্র একটি শিলালিপি আছে । ১৮৭২ খৃষ্টাব্দে স্বৰ্গীয় রাজা রাজেন্দ্রলাল মিত্র বাহাদুর এই শিললিপির অনুবাদ করিয়াছিলেন, দিনাজপুরের তৎকালীন কালেক্টর ওয়েষ্টমেকট এই অনুবাদ অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করিয়াছিলেন । প্রবন্ধ অনুবাদ ও স্তর রামকৃষ্ণ গোপাল ভাণ্ডারকরের প্রতিবাদ একত্র প্রকাশিত হইয়াছিল ** । মিত্ৰজ মহাশয় প্রতিবাদের উত্তর দিয়াছিলেন ১৮ ; এবং ক্রযুক্ত ভাণ্ডারকর, উত্তরের প্রত্যুত্তর প্রকাশ করিয়াছিলেন ১৯ । তাহার পরে প্রত্নতত্ত্ববিদগণ এই শিলালিপির কথা বিশ্বত হইয়াছিলেন । স্বৰ্গীয় ডাক্তার কিলহৰ্ণ বিরচিত উত্তরাপথের খোদিত-লিপিমালায় এই শিলালিপির উল্লেখ নাই।২০। স্বৰ্গীয় ডাক্তার ব্লক এই শিলালিপিতে, "গোঁড়পতি স্থানে সৗন্থপতি” পাঠ করার ব্যাখ্যা-বিভ্ৰাট হইয়াছিল । ১৯১১ খৃষ্টান্ধে প্রযুক্ত রমাপ্রসাদ চন্দ্র, এই (১৬) ইত্যালাপাঃ সমরজয়িনে যস্য বৈরি-প্রিয়াণাং কারাগারে সজলনয়নেদীবরাণাং বস্তৃষ্ণু । ৪৬ -Epigraphia Indica, vol. I, p, 145 (> 1) Ibid, vol. I, 147. (Sw.) Indian Antiquary, vol. I, pp. 127-28. (>) Ibid, p. 195. .* . . . . (२९) Ibid, p. 227. •. - - '. , (**) Epigraphia Indica, vol. V, app. pp. 1:96.