পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* বাঙ্গালার ইতিহাস নামে উল্লিখিত হইয়াছে। কোশলৈনাডু কলিঙ্গের নিকটে অবস্থিত দক্ষিণ কোশল বা মহাকোশল, বর্তমান বিলাসপুর প্রভৃতি উড়িষ্কার পশ্চিমস্থিত। প্রদেশগুলির প্রাচীন নাম । তদনুত্তি বা দণ্ডভুক্তি বর্তমান মেদিনীপুর জেলার দক্ষিণাংশের নাম । সম্ভবতঃ বর্তমান দাতন গ্রামই প্রাচীন দণ্ডভুক্তি । মহামহোপাধ্যায় শ্ৰীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় বলিয়াছেন, দণ্ডভূক্তির বৰ্ত্তমান নাম বিহার ৬। কারণ তিব্বতীয় ইতিহাসে বিহার ওদন্তপুর বা ওতস্তপুরী নামে উল্লিখিত হইয়াছে৩৭ । ওদন্তপুর সংস্কৃত উচ্চগুপুরের অপভ্রংশ এবং উদগুপুর, বিহার নগরের প্রচীন নাম,—বিহারের আবিষ্কৃত বহু খোদিতলিপি হইতে ইহা প্রমাণ হইয়াছে । সুতরাং বিহার কখনই দণ্ডভুক্তি হইতে পারে না। দণ্ডভুক্তি কোশলদেশের পরে ও দক্ষিণ রাঢ়ের পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে ; স্বতরাং ইহা মেদিনীপুর জেলায় অবস্থিত কোনও স্থান হওয়াই সম্ভব। দণ্ডভুক্তির সহিত দাতনের সম্পক আমি, ১৯১১ খৃষ্টাব্দে লিখিত “Palas of Bengal” প্রবন্ধে নির্ণয় করিয়াছিলাম । আমার প্রবন্ধ পাঠের পরে ইহা বস্বজ মহাশয়ের গ্রন্থমধ্যে স্থান লভি করিয়োছে৩৮ । রাজেন্দ্রচোল ভীষণ যুদ্ধে ধৰ্ম্মপালকে ধ্বংস করিয়া দক্ষিণরাঢ়ে অলিয়াছিলেন। দণ্ডভুক্তির অধিপতি ধৰ্ম্মপাল কে, তাহা অস্থ্যাবধি নির্ণীত হয় নাই । তাহার সহিত পাল-রাজবংশের সম্পকৰ্জাপক কোন প্রমাণ অস্তাবধি আবিষ্কৃত হয় নাই। শ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ বসু এই ধৰ্ম্মপালকে মহীপালের ‘কোন আত্মীয়’ রূপে বর্ণনা করিয়াছেনতম ; কিন্তু দণ্ডভুক্তি-রাজ ধৰ্ম্মপালের সহিত গৌড়েশ্বর মহীপালের সম্পক সূচক কোন প্রমাণ অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই । বস্তুজ মহাশয় তাহার গ্রন্থের স্থানে স্থানে দণ্ডভুক্তি' স্থানে "দস্তভূক্তি’ লিখিয়াছেন ৪০ । কিন্তু এই স্থানের প্রকৃত নাম “দণ্ডপ্রকৃতি’ , কারণ সন্ধ্যাকরনদী প্রণীত "রামচরিতে দণ্ডভুক্তির অধিপতি - ده :په ,shwatersitntہ (ماه) (**) Memoirs of the Asiatic Society of Bengal, voll. III, p. 10.. . - . . . . 71,Ibid, voi V. p (ماه) AA BBD DDD DBBBS DDDBBSHttBB BBB AA M STTD DBB SDDBBSztAS e SS