পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নক পরিচ্ছেদ - ఫి ఆ s সত্যাশ্রয়, পঞ্চম বিক্রমাদিত্য ও দ্বিতীয় জয়সিংহ কল্যাণের সিংহাসনে আসীন ছিলেন ৫১ ৷ কিন্তু ইহুদিগের মধ্যে কাহারও খোদিতলিপিতে গোঁড়যুদ্ধের উল্লেখ নাই সম্ভবতঃ কর্ণাট-রাজগণ পরাজিত হইয়াছিলেন বলিয়। প্রশস্তিকারগণ গোঁড়যুদ্ধের উল্লেখ করেন নাই। দিগ্বিজয়ী বীর প্রথম রাজেন্দ্রচোল উত্তর-রাঢ়ে মহীপালদেবকে পরাজিত করিয়া গঙ্গাতীর পৰ্য্যন্ত অগ্রসর হইয়াছিলেন, কিন্তু তিনি উত্তরবঙ্গ আক্রমণ করেন নাই । হয়ত গঙ্গাতীরে প্রথম রাজেন্দ্ৰচোল, মহীপাল কর্তৃক পরাজিত হইয়। প্রত্যাবর্তন করিতে বাধ্য হইয়াছিলেন এবং চণ্ডকৌশিক নাটকে চোলরাজই কর্ণাট রাজরূপে উল্লিখিত হইয়াছেন ২ । - মহাপালদেবের রাজাকালে কোন সময়ে কলচুরি বা চেীৱংশীয় গাঙ্গেয় দেব গোঁড়-রাজ্য আক্রমণ করিয়া মিথিলা অধিকার করিয়াছিলেন। গাঙ্গেয়দেবের অধিকারকালে তীরভূক্তিতে লিখিত একখানি রামায়ণ গ্রন্থ মহামহোপাধ্যায় প্রযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক নেপালে আবিষ্কৃত হইয়াছে। এই গ্রন্থের পুম্পিক হইতে অবগত হওয়া যায় যে, "গৌড়ধ্বজ” উপাধিধারী গাঙ্গেয়দেব ১০৭৬ বিক্রমাব্দে তীরভূক্তির অধিপতি ছিলেন ৩ । এই গাঙ্গেয়দেব ষে কলচুরিবংশীয় প্রসিদ্ধ বীর কর্ণদেবের পিতা, সে বিষয়ে কোনই সন্দেহ নাই। ত্রযুক্ত রমাপ্রসাদ চন্দ এই বিষয়ে অযথ। আপত্তি খাপনউ করিয়াছেন ৪। কর্ণদেবের পিতা গাঙ্গেয়দেব ৭৮১ কলচুরি অন্ধে ( ১০৩৭ খৃষ্টাব্দে । জীবিত ছিলেন? সুতরাং তাহার সহিত ১৪১৯ খৃষ্টাব্দে গৌড়ে (৫১) গোঁড়রাজমালা, পৃ. We {& R) Epigraphia Indica, vol. VIII, App, II, p. 7. (**) Memoirs of the Asiatic Society of Bengal, vol. V. р. 73. (৫৪) সংবৎ ১০৭৬ আষাঢ় বলি ৪ মহারাজাধিরাজ পুণ্যাবলোক সোমবংশোদ্ভব গোঁড়ধ্বজ শ্ৰীমদ গাঙ্গেয়দেবভূজামানভীরভূক্তে কল্যাণবিজয়রাজ্যে । —Journal of the Asiatic. Society of Bengal, vol. LXXIII. 1903, pt I p. I8. (es) গোঁড়রাজমালা, পৃ: ৪১, পাদটীকা। . . .