পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস শ্বরের সহিত যুদ্ধ অসম্ভব নহে। প্রথম মহীপালের রাজ্যকালে বারাণসীতে DDBB BBBS BBB BBB S BBBB C BBBBB DDD ব্যক্তিত্বয় গৌড়েশ্বরের আদেশে বারাণসীতে "ধৰ্ম্মরাজিক” ও “সাজধৰ্ম্মচক্রের" জীর্ণসংস্কার ও “অষ্টমহাস্থানশৈল-বিনির্মিত-গন্ধকূট” নূতন’ করিয়া নিৰ্ম্মাণ করিয়াছিলেন" । অল্পমান হয় যে, স্থিরপাল ও বসন্তপাল রাজ বংশসস্তৃত ছিলেন । so : মহীপালদেব যখন গৌড়েশ্বর, তখন আর্য্যাবর্তের ইতিহাসের একটি নূতন অধ্যায় আরব্ধ হইতেছিল। হণ-প্লাবনের পঞ্চশত বর্ষ পরে আর্য্যাবৰ্ত্ত পুনরায় বহিঃশত্রু কর্তৃক আক্রাস্ত হইয়াছিল। হণ-যুদ্ধের পর হইতে পঞ্চশতাব্দী কাল যাবৎ আধ্যাবর্তের নরনাথগণ গৃহ-বিবাদে বলক্ষয় করিয়া আর্য্যাবর্তের ধ্বংসের পথ প্রশস্ত করিতেছিলেন । পারস্তে আর্দাশিরবাবেকানের বংশজাত শেষ রাজা যখন নূতন ধর্মাবলম্বী আরবগণের নিকটে পরাজিত হইয়। নিহত হইয়াছিলেন, তখনও আৰ্য্যবৰ্ত্ত-রাজগণ জগতে নূতন রাষ্ট্রীয় শক্তি উন্মেষের সংবাদ অবগত হন নাই । খৃষ্টয় অষ্টম শতাব্দীতে মুসলমান বীরগণ যখন সিন্ধুদেশ আক্রমণ করিয়া উহা অধিকার করিয়াছিলেন তখনও আর্য্যাবৰ্ত্ত-রাজগণের চৈতন্ত উদয় হয় নাই । তখনও প্রাচীন পারসীক সাম্রাজ্যের ধ্বংসের সংবাদ অবগত হইয়াও, জাৰ্য্যাবৰ্ত্ত-রাজগণ গৃহ বিবাদে ব্যাপৃত ছিলেন, তখনও গুর্জর প্রতীহার রাজগণের ভয়ে রাষ্ট্রকুট রাজগণ গুর্জরের বিরুদ্ধে তাজিক নামে পরিচিত সিন্ধুদেশবাসী মুসলমানগণের সহিত সন্ধি বন্ধনে আবদ্ধ হইতেন। প্রাচীন পারসীক সাম্রাজ্য ধ্বংসের পরে প্রাচীন পারসীক জাতিকে মবধৰ্ম্মে দীক্ষিত করিয়া মুসলমাগণ যখন বালীক (বলখ, ), কপিশা (কাবুল ) ও গন্ধারের দিকে অগ্রসর হইলেন, আর্য্যাবৰ্ত্ত তখনও স্বযুপ্তিময় । বহিলীক ও কপিশা অধিকৃত হইল, আফগানিস্থানের পাৰ্ব্বত্য উপত্যকাসমূহে মহারাজধিরাজ কণিষ্কের বংশধরগণের অধিকার লুপ্ত হইল। শত শত বৌদ্ধকীৰ্ত্তিসুশোভিত শগুণ্ডমিল গন্ধার ও কপিশা মরুভূমিতে পরিণত হইল, কিন্তু (es) Cunningham's Archaeological Survey Report, vol. t -: يهدة ب "مدن، ب *... - - 、;リ." ・ ・ト、"r