পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ * \\? ব্যাপৃত ছিলেন । स्वच्ठनििवांश् দমন ও বহিঃশত্রুর আক্রমণ হইতে রাজ্যরক্ষা-কার্য্যে তৃতীয় বিগ্রহপালের রাজ্যকাল অতিবাহিত হইয়াছিল। চেষ্ট্ৰীবংশীয় কর্ণদেব ও কল্যাণের চালুক্যবংশীয় আহবমন্সের পুত্র বিক্রমাদিত্য৯০ তৃতীয় বিগ্রহপালের রাজ্যকালে গোঁড়রাজ্য আক্রমণ করিয়াছিলেন। কর্ণদেব পরাজিত হইয় তাহার যৌবনী নাম্নী কন্যার সহিত বিগ্রহপালদেবের বিবাহ দিয়াছিলেন । চালুক্যরাজ আৰ্য্যাবত্তের পূর্বদ্ধি বিজয় করিয়া স্বদেশে প্রত্যাগমন করিয়াছিলেন । এই সময়ে উত্তরবঙ্গে কৈবত্ত জাতি বিদ্রোহী হইয়াছিল এবং তৃতীয় বিগ্রহপালদেবের রাজত্বের শেষভাগ বিদ্রোহামনে অতিবাহিত হইয়াছিল । তৃতীয় বিগ্রহপালদেবের একখানি তাম্রশাসন ও একটি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে । তাম্রশাসনখানি বিগ্রহপালদেবের দ্বাদশ বা ত্রয়োদশ রাজ্যাঙ্কে সম্পাদিত হইয়াছিল এবং এতদ্বারা বিগ্রহ পালদেব পৌণ্ডবদ্ধনভূক্তির কোটিবৰ্ষ-বিষয়ে অবস্থিত ব্রাহ্মণী গ্রামে খোদ্ধেতিদেবশর্ম নামক জনৈক ব্রাহ্মণকে প্রদান করিয়াছিলেন- শিলtলিপিখানি গয়ায় অক্ষয়বটের পাদমূলে সংলগ্ন আছে। ইহা হইতে অবগত হওয়া যায় যে, বিগ্রহপালদেবের পঞ্চম রাজ্যাঙ্কে, বিশ্বাদিত্য গয়া নগরে (১০) গায়স্তিস্ম গৃহীত-গৌড়-বিজয়-স্তম্বেরমস্যাহলে তস্যে স্মৃলিত-কামরূপ-নৃপতি-প্রাজ্য-প্রতাপশ্ৰিয়: । ভানুসান্দন-চক্র ঘোষমুষিতপ্রত্যুষনিদ্রারসা পূৰ্ব্বত্রে কটকেষু সিদ্ধবনিতা প্রালেয়গুদ্ধং যশ । —বিক্রমাঙ্কদেব চরিত, ১।৭৪ { (১১) যে বিগ্রহপালো যৌবনশ্রিয় কর্ণল। রাজ; মৃতয়া সহ ক্ষেীণীমুদৃঢ়বন। সহসা বলেনাবিতে রণজিত: সংগ্রামজতং কর্ণে দাহলাধিপতির্ষেন । রণজিৎ এব পরস্তু রশ্মিতে ন লঘুলিত । —aftsfärs, Ste tool, Memoirs of the Asiatic Society of Bengal vol. I!l, p. 22. (১২) গৌড়লেখমালা * > ** , Memoirs of the Asiatic Society of Bengal, vol. V.p. 80: Epigraphia India, vol. XV. pp.293 301.