পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ * > 。 নরেন্দ্রগুপ্ত, ধৰ্ম্মপাল ও দেবপাল ব্যতীত অন্ত কোন গৌড় রাজের পক্ষে কান্তকুভ জয় বা অধিকার অসম্ভব ছিল। খ্ৰীযুক্ত রামপ্রসাদ চন্দ প্রমাণ করিয়াছেন যে— · বেদবাণাঙ্গশাকে তু নৃপোহভূক্ষাদিশুরক। বস্বকৰ্ম্মাঙ্গকে শাকে গৌড়ে বিপ্রাঃ সমাগতাঃ ॥ এই শ্লোকটি অবংশীবদন বিদ্যারত্ব-সংগৃহীত কোনও কুলগ্রন্থে দেখিতে পাওয়া যায়। না, পরন্তু ‘কুলদোষ' নামক গ্রন্থে নিম্নলিখিত শ্লোকটি লিখিত আছে। ক্ষত্রিয়বংশে সমুখপরে মাধবো কুলসম্ভব । বহু ধৰ্ম্মাষ্টকে শকে নৃপ (পে ) ভূ (ভূ ) চাদিশূরক । সুতরাং অদ্যাবধি কুলশাস্ত্রোল্লিখিত যে সমস্ত প্রমাণ আবিষ্কৃত হইয়াছে, তাহার উপরে নির্ভর করিয়া কান্তকুজ-রাজ যশোবর্ধার রাজত্বকালে খৃষ্ঠায় অষ্টম শতাব্দীর প্রথমাদ্ধে আদিস্তরের আবির্ভাবকাল নির্ণয় করা অথবা গৌড়ে একাধিক আদিশূরের অস্তিত্ব স্বীকার করা যাইতে পারে না । কোন দেশ হইতে বঙ্গে ব্রাহ্মণ আগমন করিয়াছিল, সে সম্বন্ধেও কুলশাস্ত্রে মতদ্বৈত আছে— (১) রাষ্ট্ৰীয় প্রাচীন কুলাচাৰ্য্য হরিমিশ্র লিখিয়াছেন—“মহারাজ আদিণ্ডর পঞ্চগৌড়ের অধিপতি ছিলেন, কাশীশ্বরের সঙ্গে তাহার স্পৰ্দ্ধা ছিল । তাহার সন্মান ও দানশক্তি দেখিয়া কাশী-রাজকেও লজ্জিত হইতে হইয়াছিল । কিন্তু মহারাজ আদিশূরের সভায় সায়িক ব্রাহ্মণ ছিলেন না। এজন্য তিনি ব্রাহ্মণ কর্তৃক নিন্দিত স্বরাজ্যে সাগ্নিক ব্রাহ্মণ আনয়ন করিতে অভিলাষী ছিলেন, তাহাতে কোলাঞ্চ দেশ হইতে জ্ঞানী ও তপোনিরত ক্ষিতীশ, মেধাতিথি, বীতরাগ, স্বধানিধি ও সোঁভরি, এই পাঁচজন ধৰ্ম্মাত্মা গোঁড়মগুলে আগমন করিয়াছিলেন । —পৃ: ১৫ । (২) “বারেন্দ্রকুলপঞ্জিকায় লিখিত আছে, পুরাকালে সজ্জন ও পুণ্যবানের আশ্রয় কান্তকুঞ্জবাসী নৃপতিশ্রেষ্ঠ চন্দ্রকেতুর চন্দ্রমুখী নামে এক পুণ্যশীল কন্যা ছিলেন সেই চতুর চন্দ্রায়ণব্ৰতচারিণী রাজকন্যা মহাপ্রতাপশালী বিখ্যাত পৃথিবীপতি আদিশূরের মহিষী ...রাজপত্নী তাহাজের কথা শুনয় অতিশয় ক্রুদ্ধ হইয় বলিলেন, “পিতার ইচ্ছা হইলেও ব্রাহ্মণহীন দেশে কিরূপে বাস করিব ? তখন রাজা আদিশূর কান্তকুজ হইতে বেদবিদ, সাগ্নিক ব্রাহ্মণ আনিয়া স্ত্রীর ক্ৰোধ শান্তি করিলেন "–৯৬ ৭ | (৩) “এ দেশে কোলাঞ্চ বলিলে সাধারণতঃ সকলেই কান্তকুজ মনে করিয়া থাকেন, কিন্তু প্রাচীন কোন সাহিত্যের কোষগ্রন্থে অথবা শিলালিশি বা তাম্রশাসনে কান্তকুজের নামান্তর যে কোলাঞ্চ, সে প্রসঙ্গ আদৌ নাই। শঙ্করত্নাবলী' অভিধানে কোলাঞ্চ দেশবিশেষ বলিয়া লিখিত আছে, অথচ কান্তকুজের স্বতন্ত্র উল্লেখ ও জাহার পৰ্য্যায় মহোদয়, কান্তকুজ, গাধিপুর, কোশ ও কুশস্থলের উল্লেখ থাকিলেও ইহার