পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ थे १x নামে ত্রিবিক্রম অথবা বিষ্ণুর একটি মূৰ্ত্তি প্রতিষ্ঠা "হ-ন এবং একটি দাবিক খনন করাইয়াছিলেন। প্ৰহাস শ্রাবস্তীর্ভুক্তির তর্কারিক গ্রাম বিনির্গত ব্রাহ্মণ বংশজাত এবং আঙ্গীরস গোত্ৰম্ভব। তিনি যে, সমস্ত পুণ্যকাৰ্য্য করিয়াছিলেন তাহার তালিকা বগুড়া জেলার শিলিমপুর গ্রামে আবিষ্কৃত একটি শিলালেঞ্চে &rs who tepigraphia Inlica vol XII pp. 283 95 fiftwood আবিষ্কৃত এই শিলালেখ এখন রাজসাহীতে বরেন্দ্র অনুসন্ধান সমিতির চিত্রশালায় রক্ষিত আছে। এই শিলালেখে কোন রাজার নাম বা তারিখ নাই। এই শিলালেখের দ্বাবিংশতিতম শ্লোক হইতে জানিতে পারা যায় যে, প্ৰহাস কামরূপরাজ জয়পালদেবের নিকট হইতে নয়শত সুবর্ণমুদ্র এবং কিঞ্চিৎ ভূমি দামস্বরূপ sgo F3a afe (Epigraphia Indica,vol, XII p. 292) fosoরাজ জয়পালদেবের সময়নির্দেশ করিবার কোন উপায় এখনও পর্যন্ত আবিষ্কার হয় নাই ( এই জয়পাল এবং কামরূপ-রাজ হজ্জর বর্ষার পৌত্র জয়পাল এক ব্যক্তি on I (Journal of the Asiatic Society of Bengal, vol. LXVI. p. 289 ff, Epigraphia Iindica, vol. V. App, no. 714. p. 96 ) শিলিমপুরের শিলালেখের অক্ষর নয়পালদেবের পঞ্চদশ রাজ্যাঙ্কে উৎকীর্ণ গয়ানগরের কৃষ্ণদ্বারিকা মন্দিরের ( গৌড়লেখমালা, পৃঃ ১১১-১৫ ) এবং নরসিংহ Asoo ( Memoirs of the Asiatic Society of Bengal. vol v. p. 78. ) শিলালেখদ্বয়ের অনুরূপ ; অতএব প্রহাসকে খৃষ্টীয় একাদশ শতাব্দীর প্রথমীদ্ধের লোক বলা যাইতে পারে। শিলালেখে পালরাজগণের নামের উল্লেখ না থাকিবার কারণ বুঝিতে পারা যায় না । যুক্ত প্রদেশের এলাহাবাদ জেলায় গোহারলা গ্রামে আবিষ্কৃত, কর্ণদেবের সপ্তম রাজ্যাঙ্কে সম্পাদিত তাম্রশাসন হইতে অবগত হওয়া যায় যে, কর্ণদেবের পিতা গাঙ্গেয়দেব, কীর, অঙ্গ, কুন্তল ও উৎকল রাজকে পরাজিত করিয়াছিলেন । কারাপংজববদ্ধকরনুপতিদীপ্তোঙ্গলক্ষ্মীচয়ৈ: স্তন্মাৎকুন্তলভঙ্গভঙ্গিরসিকোগাঙ্গেয়দেবোভবৎ। যেনাকারি করাজকুম্ভদলনব্যাপারসারাত্মন _ নিজ্জিতোৎকলমবধিসীমি জয়স্তম্ভঃ স্বকীয়োভূজং । ১৭ - Epigraphia Indica vol. p. 143.