পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ ११७_ গ্রামে আবিষ্কৃত বজ্রবর্শার প্রপৌত্র ভোজবশ্বদেবের তাম্রশাসন হইতে অবগত হওয়া যায় যে, যাদব সেনার সমর-বিজয়-যাত্রাকালে বজ্ৰবৰ্ম্ম মঙ্গলস্বরুপ গণ্য হইতেন । কোন সময়ে কিরূপে বঙ্গের পালবংশের অধিকার লুপ্ত হইয়াছিল, তাহ অবগত হইবার কোন উপায় অস্থ্যবিধি আবিষ্কৃত হয় নাই । বজ্ৰবন্ম বোধ হয়, কেবল হরিকেল বা চন্দ্রদ্বীপ অধিকার করিয়া নূতন রাজ্য স্থাপন করিয়াছিলেন, তৎপুত্র জাতবস্ম বঙ্গে যাদব-প্রতিভার প্রকৃত প্রতিষ্ঠাতা । জীতবস্মর্ণ, কর্ণদেব ও তৃতীয় বিগ্রহপালদেবের সমসাময়িক ব্যক্তি। তিনি কর্ণের কন্যা বীরত্রীর পাণিগ্রহণ করিয়াছিলেন । ভোজবশ্বৰ্গদেবের তাম্রশাসন হইতে অবগত হওয়া যায় যে, জাতকৰ্ম্ম দিব্য ও গোবৰ্দ্ধন নামক নরপতিদ্বয়কে পরাজিত, অঙ্গদেশে প্রতিষ্ঠা লাভ এবং কামরূপ-রাজকে পরাজিত করিয়াছিলেন । দিব্য, বরেন্দ্রের কৈবৰ্ত্ত-বিদ্রোহের অধিনায়ক ; ইনি রামচরিতে দিবেবাক নামে অভিহিত হইয়াছেন । দিবেবাক বোধ হয়, গৌড় অধিকার করিয়া বঙ্গ আক্রমণ করিয়াছিলেন এবং সেই সময়ে জাতবৰ্ম্ম । তাহাকে পরাজিত করিয়াছিলেন । জাতবস্মর্ণ অঙ্গদেশে প্রতিষ্ঠা লাভ করিয়াছিলেন । বোধ , হয়, কৰ্ণ অথবা লুক্যবংশীয় কুমার বিক্রমাদিত্যের সহিত তৃতীয় বিগ্রহপালদেবের যুদ্ধকালে বঙ্গেশ্বর গৌড়েশ্বরের পক্ষ অবলম্বন করিয়াছিলেন । রামচরিতে "দ্বোরপবদ্ধন” (৩) অভব্যথি কদাচিদ, ৰাদবীমাং চমূনাং সমরবিজয়যাত্রীমঙ্গলং বজ্ৰবৰ্ম্ম । শমন ইব রিপূর্ণাং সোমবদ্ধান্ধবানাং কবিরপি চ কবীনাং পণ্ডিতঃ পণ্ডিতানাং ॥ --বেলাব গ্রামে আবিষ্কৃত ভোজবৰ্দ্ধার তাম্রশাসন ; সাহিত্য, ১৩:১৯, পৃ. ৩৮২ ॥ Journal and Proceeding of the Asiatic Society of Bengal, Vol. X. P. 126 ; Epigaphia Indica. vol. XII. pp. 39-41. (৪) গুরুন, বৈণ্যপৃখুশ্ৰিয়ং পরিণয়ন, কর্মপ্ত বীরাশ্রয়ং যোঙ্গেষু প্রথয়স্ক্রয়ং পরিভবংস্তাং কামরূপশ্রিয়ম্। নিন্দন্দিব্যভূজপ্ৰিয়ং বিকলয়ন, গোবৰ্দ্ধনস্ত প্রিয়ং কুৰ্বন, শ্রোত্রিয় সাচ্ছিয়ং বিতাতবান, যাং সার্বভৌম প্রিয়ম। —Journal of the Asiatic Society of Bengal. New Series. vol. Хр. 127 ; (৫) .. দিব্যাহ্বয়েন দিব্যানায় দিকেবাকেন।”—রামচরিত, ১৩৮ টকা ।