পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૨૭ বাঙ্গালার ইতিহাস পূরপালদেব রাজ্যাভিষিক্ত না হইলে মানপালের প্রশস্তিরচয়িতা কখনই তাহার নাম করিতেন না । ‘রামচরিতে রামপালের পুত্র রাজ্যপালের নাম দেখিতে পাওয়া যায়, কিন্তু রাজ্যপাল সিংহাসনে আরোহণ করেন নাই বলিয়া মদনপালের প্রশস্তিকার রামপালের পুত্ৰগণের মধ্যে কেবল কুমারপাল ও মদনপালের নাম করিয়াছেন । দ্বিতীয় শূরপালদেব কোন সময়ে সিংহাসন লাভ করিয়াছিলেন, কত দিন রাজ্য করিয়াছিলেন এবং কিরূপে তাহার রাজ্যের অবসান হইয়াছিল, তাহ জানিবার কোন উপায়ই নাই। সন্ধ্যাকরনন্দী এই বিষয়ে নীরব , রামচরিতে শুরপালের সিংহাসন-লাভের, তাহার রাজ্যকালীন ঘটনার এবং তাহার মৃত্যুর বিবরণের অভাব দেখিয়া অকুমান হয় যে, রামপাল কোনও উপায়ে শুরপালকে সংহার করিয়া পৈত্রিক রাজ্যাধিকার প্রাপ্ত হইয়াছিল। শুরু পালের পরে রামপাল গৌড়-রাজ্যের অধিকার প্রাপ্ত হইয়াছিলেন । রামপালের অভিষেককালে পাল-রাজগণের অধিকার বোধ হয় ভাগীরথী ও পদ্মার মধ্যস্থিত ব'দ্বীপে সীমাবদ্ধ হইয়াছিল ; কারণ রামপালকে দিকেবাকের রাজ্য উত্তর বঙ্গ অধিকার জন্য ভাগীরথীর উপরে নৌকামেলক বা নৌসেতু বন্ধন করিতে হইয়াছিল । রামপাল, শূর্পালের মৃত্যুর পরে যখন গৌড়সিংহাসনের অধিকার লাভ করিলেন, তখন দিব্বোকের ভ্রাতুপুত্র ভীম গৌড়-সিংহাসনে অধিষ্ঠিত । দিবোকের পরে বোধ হয়, তাহার ভ্রাত রূদোক গৌড়-রাজ্যের অধিকার প্রাপ্ত হইয়াছিলেন। রূফোকের পুত্র ভীম উত্তরাধিকারসূত্রে উত্তরবঙ্গের সিংহাসনে আরোহণ করিয়াছিলেন ১৫ । সেই সময়ে (> 8) Memoirs of the Asiatic Society of Bengal, vol. III, p. 14. (১৫) অন্যত্র সী ভূমি অভিধ্যয় নাম বরেন্দ্রী ত্ৰস্ত অস্ত দিলোকস্ত যে অমুজে রূদোকং তদীয়তনয়ন্ত ভীমনাম রন্ধ প্ৰহারিণ: ক্রিয়াক্ষমস্য অলংকৰ্ম্মীণন্ত যথোক্তক্রমেণ রক্ষণীয়। ভূত । স তত্র ভূপতি বর্তমান । কৈবৰ্ত্তনায়ক দিকেবাক সম্ভবতঃ প্রথমে পাল-রাজগণের ভূত্য ছিলেন। “অতএব কান্তা-কমনীয় দিব্যোহায়েন দিব্যনাম দিবোকেন মাংসভূজা লক্ষ্মা অংশং তুঙ্গানেন ভূত্যেনোর্চৈদশকেন উচ্চৈমহতী দশা অবস্থা যন্ত অত্যুচ্ছি তেনেত্যর্থ দানা শক্রণ৷ তদ্ভীবোপন্নত্বাৎ অবগুকৰ্ত্তব্যতয় অরিন্ধং কৰ্ম্ম ব্ৰতং ছদ্মনি ব্ৰতী । —রামচরিত, ১৩৮, টাকা ।