পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস উল্লিখিত আছে যে, মথনদেব বিন্ধ্যমাণিক্য নামক হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়া পীঠী ও মগধের অধিপতিকে পরাজিত করিয়াছিলেন ৩২ এবং বরাহ অবতারে নারায়ণ যেমন মেদনীকে উদ্ধার করিয়াছিলেন, সেইরূপ রামপালের রাজ্য উদ্ধার করিয়াছিলেন। মথনদেবের দৌহিত্রী কুমরদেবীর সারনাথে আবিষ্কৃত শিলালিপি হইতেও অবগত হওয়া যায় যে, মথনদেব কর্তৃক পরাজিত পীঠীপতির নাম দেবরক্ষিতত। গৌড়েশ্বরের মাতুল মথন পীঠীপতি দেবরক্ষিতকে পরাজিত করিয়া রামপালের সিংহাসন স্বৰূঢ় ভিত্তির উপর স্থাপন করিয়াছিলেন। সারনাথের শিলালিপিতে মথনদেব “রাজগণের মাতুল” উপাধিতে ভূষিত হইয়াছেন, ইহা হইতে অকুমান হয় যে, সম্ভবতঃ দ্বিতীয় মহীপাল এবং দ্বিতীয় শূরপালও মথনদেবের ভাগিনেয় ছিলেন । সারনাথের শিলালিপিতে মথন কর্তৃক দেবরক্ষিতের পরাজয়ের উল্লেখ দেখিয়া তনুমান হয় যে, সম্ভবতঃ কৈবৰ্ত্ত-বিদ্রোহকালে অথবা তাহার পূৰ্ব্বে পীঠীপতি রামপালের বিরুদ্ধাচরণ করিয়াছিলেন । মথনদেব দেবরক্ষিতকে পরাজিত করিয়া তাহাকে স্বপক্ষে আনয়ন করিবার জন্য স্বীয় কন্যা শঙ্করদেবীর সহিত দেবরক্ষিতের বিবাহ দিয়াছিলেন । রামপালের বারেন্দ্র অভিযানের পূৰ্ব্বে । মথন কর্তৃক দেবরক্ষিত পরাজিত হইয়াছিলেন, কারণ, বীরেন্দ্র অভিযানকালে ভীমষশ: মগধ ও পীঠীর অধিপতি ছিলেন এবং মথনের পরিচয়-প্রসঙ্গে দেবরক্ষিতের পরাজয় উল্লিখিত হইয়াছে। পীঠ বত্তমান পিটুপুরমের প্রাচীন নাম হওয়া অসম্ভব ; কারণ, তৃতীয় বিগ্রহপাল অথবা নয়পালের পরে পাল (৩২) অন্যত্র এতেষু সমস্তসামস্তেষু তথাবিদেষু বিবিধেযু বিদ্যমানেষু চ রালপালী দুগ্ধসিন্ধুরাজমথনগোত্র প্রভবং দুগ্ধো নিদুগ্ধো গালি তগৰ্ব্বত্বাং গৃহীতবস্তুতরকরি তুরগঞ্জবিণপণত্বাচ্চ সিন্ধুরাঞ্জ পীঠীপতিদেবরক্ষিতে নাম যেন তেন মথনেন মথননায় মহনইতি প্রসিদ্ধাভিধানেন রাষ্ট্রকুটকুলতিলকেন তথাহি মহনেন বিন্ধ্যমাণিক্যং করেণুরাজমারুহ সমরসীমতুল্লাসিশল্যশতকোটিপাটতোদ্ভটমৃভটং শঙ্করভরটুমন্দোৎকটকরিটাঘোটকপটল: স পীঠীপতির্মধাধিপে নিৰ্দ্দছহে । —রামচরিত, ২৮, টাকা । (৩৩) গৌড়েদ্বৈতভট: সকাণ্ডপটিক ক্ষন্ত্রৈকচূড়ামণিঃ প্রখ্যাতে মহণাঙ্গপ: ক্ষিতিভূজাম্মানোভবক্সাতুল । তং জিত্ব যুধি দেবরক্ষিতমঘাৎ স্ত্রীরামপালন্ত যে লক্ষ্মীং নির্জিত বৈরি-রোধনভয় দেীপ্যমানোয়াম্।। ৭ -Epigraphia Indice, vol. IX, p. 324.