পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R38 বাঙ্গালীর ইতিহাস গ্রামের চণ্ডার্জন, নিদ্রাবলের বিজয়রাজ, কৌশাম্বীর ঘোরপবদ্ধন এবং পদুবাম্বর সোম, রমাপালের সামস্তচক্রের মধ্যে উল্লিখিত হইয়াছেন । তন্মধ্যে দ্বোরপবৰ্দ্ধন বোধ হয়, ভোজবশ্বদেবের তাম্রশাসনে উল্লিখিত এবং জাতবর্ণার সমসাময়িক গোবৰ্দ্ধন কৌশাম্বীর বক্তমান নাম কুণ্ডম্ব, ইহা রাজসাহী জেলায় অবস্থিত । এইস্থানে হুসেন শাহের পুত্র নসরত শাহের রাজত্বকালে নিৰ্ম্মিত একটি প্রাচীন মসজিদ আছে । বস্তুজ মহাশয় বলেন যে, নিদ্রাবলের বিজয়রাজই সেনবংশীয় বিজয়সেন , কিন্তু এই উক্তির সমর্থক বিশ্বাসযোগ্য কোন প্রমাণ আবিষ্কার হইয়াছে বলিয়। মনে হয় না । - রামপাল ও র্তাহার সামন্তগণ নৌকামেলক নৌ-সেতু দ্বারা ভাগীরথী পার হইয়াছিলেন ৩। রামচরিতের টাকা হইতে কোন স্থানে রামপালের সহিত কৈবত্ত-রাজের যুদ্ধ হইয়াছিল, তাহ বুঝিতে পারা যায় না ; তবে ইহা স্থির যে, বরেন্দ্রভূমির দক্ষিণ-পশ্চিমাংশে কোনও স্থানে যুদ্ধ হইয়াছিল। কৈবত্ত রাজ-ভীম, যুদ্ধকালে জীবিতবস্থায় ধৃত হইয়াছিলেন ৫৪ অন্ত একস্থানে লিখিত আছে যে, ভীম হস্তি পৃষ্ঠে ধৃত হইয়াছিলেন? কৈবৰ্ত্ত-রাজ পুত হইয়াছেন শুনিয়া রামপালের সেনাগণ উৎসাহ পাইয়াছিলে । ভীম ধুত হইলে কৈবত্ত-সেনা পরাজিত হইয়া পলায়ন করিয়াছিল। রামপাল যুদ্ধান্তে ভীমের রাজধানী ডমরনগর ধ্বংস করিয়াছিলেন?৬ সন্ধ্যাকরনন্দী ডমরকে শক্রপক্ষের রাজধানী বলিয়া উপপুর আখ্যায় অভিহিত করিয়াছেন । যুদ্ধান্তে (« ») Journal and Proceedings of the Asiatic Society of Bengal, vol. X, p. 127. (৫২) বঙ্গের জাতীয় ইতিহাস, ( রাজক্ষ্মকাণ্ড । পৃ: ১৪৫ ৷ - (৫৩) অন্যত্র মহাবাহিনাং গঙ্গায়াং তরণিসম্ভবেন নৌকামেলকেন গুপ্তায়াং চ্ছন্নায়াং সম্যণ্ডত্তরণং মুঘরিতকোলাহলে যস্থিন। —রামচরিত, ২১০, টাকা । (৫৪ রামচরিত, ২১৭, টাঁক । , (৫৫) ৰামচরিত, ২২০ টাকা । (৫৬) অন্যত্র । অপি সমূচয়ে স রামপালো ভবন্ত সংসারস্তাপাম বিপদম ডমরমুগপুরুং শক্ৰকৃতমলাবীৎ “উমরপক্ষে প্রবিশংখনং অবিত রক্ষিত প্রজ যেন করপরালীলয়া মাংস্টের অবতনিখিলৰূপং যথা ভবতি । ཡལྕགས:༣་༢,་སྨྲ་