পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ ভীম বিত্তপাল নামক জনৈক কৰ্ম্মচারীর তত্ত্বাবধানে অবরুদ্ধ হইয়াছিলেন । । পরাজিত কৈবৰ্ত্ত-সেন। হরি নামধেয় জনৈক নায়ক কর্তৃক একত্র হইয়াছিল ৮। হরির সহিত যুদ্ধে য়ামপালের পুত্র ( সম্ভবতঃ রাজ্যপাল ) বীরত্ব প্রকাশ করিয়৷ তাহাকে পরাজিত করিয়াছিলেন"ম । যুদ্ধান্তে হরি প্লুত হইয়। ভীমের সহিত নিহত হইয়াছিলেন । ইহার পরেই বোধ হয়, সমগ্র বরেন্দ্রভূমি রামপাল কর্তৃক অধিকৃত হইয়াছিল । রামপাল ভীমের সেনাগণকে স্বীয় সেনাদলে নিযুক্ত করিয়াছিলেন ৬০ ৷ বিদ্রোহামনাস্তে রামপালদেব গঙ্গা ও করতোয়ার মধ্যে রামাবতী নামী একটি নূতন নগরী নিৰ্ম্মাণ করিয়াছিলেনডম । গ্রহেতুর চণ্ডেশ্বর ও ক্ষেমেশ্বর এই নূতন নগরের উপযুক্ত স্থান নির্দেশ করিয়াছিলেন ৬২ ৷ রামপালদেব এই নগরে জগদলমহাবিহার নামে একটি বিহার নিৰ্ম্মাণ করাষ্টয়াছিলেন ৬৩ । রামাবর্তী পাল-রাজবংশের শেষ রাজধানী এবং রামপালের কনিষ্ঠ পুত্র মদনপালের রাজ্যকালেও রামাবতী গৌড় রাজ্যের রাজধানী ছিল ৬৪ । খৃষ্টীয় ষোড়শ শতাব্দীতেও রামাবতী নগরী বিদ্যমান ছিল ; কারণ, আবুল ফজল প্রণীত আইন-ই-আকবরীতে রমৌতি নগরের উল্লেখ আছে ৬৫ ৷ (¢१) অথ বহুতয়স দত্য যুক্তো রামেণ বিত্তপালন্ত । স্থনোরভ্যাসে সহসা সৌরেশিতময়ঃ প্ৰৈষি ।। —রামচরিত, - Հէ 38 } (to Memoirs of the Asiatic Society of Bangal vol III, p. 14. («») Ibid (৬০) অথ ভীমানীকং তেন মহাতরসাশনৈরমেয়বলম্। সমচয়ত হরিকুহৃদ সুবিহতপরমণ্ডলাবরোধেন । —রামচরিত, ২৩৮ { (৬১) অপ্যভিতে গঙ্গাকরতোয়ানর্থপ্রবাহপুণ্যতমাম - অপুনর্ভবহ্নিয়মহাতীর্থবিকলুষোজলামস্ত । —রামচরিত, ৩১ • । (৬২) কুব্বন্তি শংদেবেন শ্ৰীহেৰীশ্বরণে দেবেন। চণ্ডেশ্বরাভিধানেন কিল ক্ষেমেশ্বরেণ চ সনাথৈ । --রামচরিত, ৩২ ৷ (** Memoirs of the Asiatic Society of Bengal, vol. IIs, p. 14. 始 (৬৪) মদনপালয়েবের তাম্রশাসন এই “রামাবর্তীনগর পরিসরগমাবাসিত প্রমজ্জয়স্কন্ধবার” হইতে প্রদত্ত হইয়াছিল –গোঁড়লেখমালা, পৃঃ ১৫৩ ৷ (se) Journal of the Royal Asiatic Society, 1896, p. 113.