পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

E Sbr বাঙ্গালার ইতিহাস গৌড়ে মুসলমান অধিকারকালে লিখিত "শেখ-শুভোদয়” নামক সংস্কৃত গ্রন্থ হইতে অবগত হওয়া যায় যে, রামপাল"শাকে যুগ্মবেণুরষ্কগতে ভাগীরথী গর্ভে অনশনে প্রাণত্যাগ করিয়াছিলেন অদ্যাবধি রামপালদেবের তিন পুত্রের নাম আবিষ্কৃত হইয়াছে। তাহার জ্যেষ্ঠ পুত্র রাজ্যপাল বোধ হয়, পিতার জীবিতকালেই পরলোক গমন করিয়াছিলেন ; কারণ মনহলিতে আবিষ্কৃত মদনপালদেবের তাম্রশাসনে রাজ্যপালের নাম নাই। রামপালের দ্বিতীয় ও তৃতীয় পুত্র, কুমারপালের মাতুল মথনদেব এবং তাহার ভ্রাত সুবর্ণদেব, র্তাহাদিগের পুত্র কাহ্ন দেব এবং শিবরাজদেবের নাম পূর্বেই উল্লিখিত হইয়াছে। রামচরিত রচয়িত সন্ধ্যাকরনদীর পিতা, প্রজাপতিনন্দী রামপালের মহাসান্ধিবিগ্রহিক ছিলেন ৭৮ এবং তৃতীয় বিগ্রহপালের প্রধান মন্ত্রী যোগদেবের পুত্র বোধিদেব তাহার প্রধান অমাত্য ছিলেন ৭৯ ৷ রামপালদেবের দ্বিতীয় রাজ্যাঙ্কে প্রতিষ্ঠিত একটি তারামূৰ্ত্তি প্রাচীন উদগুপুর দুর্গমধ্যে আবিষ্কত হইয়াছে, এই মূৰ্ত্তিটি এক্ষণে কলিকাতার চিত্রশালায় রক্ষিত আছে৮০ । রামপালদেবের পঞ্চদশ ৰাজ্যাঙ্কে মগধ বিষয়ে নালন্দায় গ্রহণকুণ্ড নামক জনৈক লেখক কর্তৃক একখানি “অষ্টসহিত্রিকা প্রজ্ঞাপারমিত” গ্রন্থ লিখিত হইয়াছিল ;– (৭৭) শাকে যুগ্মবেণুরন্ধ-গতে (?) কন্যাং গতে ভাস্করে কৃষ্ণে বাকৃপতি-বাসরে যমতিথেী যামন্বয়ে বাসরে । জাহ্নব্যাং জলমধ্যতত্ত্বনশনৈধ্যাত্ব পদং চক্রিণে৷ হা পালাম্বয়-মৌলি-মগুনমণি শ্রীরামপালো মৃত: | —গোঁড়রাজমাল, পৃ: /• । (৭৮) তন্ত তনয়ে৷ মতনয় করণ্যানমগ্রণীরনর্বগুণ: | সাত্রিপাসম্ভাবিতাভিধানতঃ প্রজাপতির্জাত ॥ - —রামচরিত, কবি-প্রশস্তি, ও । (৭৯) যন্ত শুদ্ধসচিব পুরা ভবদ্বোধিদেব ইতি তত্ত্ববোধভু । বিশ্বগেববিদিতোহভূতৈক্ত ণৈরূজ, বিতাত্মসদৃশ ক্ষিতাবয়ং ॥ —কমৌলির তাম্রশাসন, গৌড়লেখমালা, পৃ: ১২৯ ৷ (৮• বন্ধীস্থ সাহিত্য-পরিষৎ-পত্রিকা ১৫শ ভাগ, পৃঃ ১৬ ।