পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম শরিচ্ছেদ 总籍岁 রামপালের রাজ্যকালের ঘটনাসমূহ যতদূর পর্য্যন্ত অবগত ছিলেন, তাহা অপরূেৰ পক্ষে সম্ভব ছিল না । রামপালের রাজধানী রামাবতী নগরীর ধ্বংসাবশেষ অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। মহামহোপাধ্যায় খ্ৰীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় শগত সাদৃশ্নের উপর নির্ভর করিয়া ঢাকা জেলার অস্তর্গত রামপালকে রামাবতী বলিয়া নির্দেশ করিয়াছেন । শ্রীযুক্ত নগেন্দ্রনাথ বন্ধ বগুড় জেলায় মহাস্থানগড়ের নিকট রামপুর নামক স্থানে রামাবতীর অবস্থান নির্দেশ করিয়াছেন ১০ । প্রাচীন রামাবতী, সরকার জন্নতাবাদ গৌড়ের সীমামধ্যে অবস্থিত ছিল এবং তাহার ধ্বংসাবশেষ কখনই ঢাকা অথবা বগুড়া জেলায় আবিষ্কৃত হইতে পারে ন৷ ৯১ । বগুড়, সরকার ঘোড়াঘাটে ৯২ এবং সরকারবাজুহায় ৩ অবস্থিত এবং রামপাল, সরকায় সোণারগাওয়ে ইষ্ট অবস্থিত । তিব্বতদেশীয় ইতিহাসকার লামা ভারনাথের মতাম্বুসারে যক্ষপাল নামক একজন রাজ রামপালের সিংহাসনের সমাধিকারী ছিলেন ৯৫ । গয়ায় যক্ষপাল, নামক একজন নরপতির একখানি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে । ইহা হইতে অবগত হওয়া যায় যে, শূন্ত্রকের পৌত্র, বিশ্বাদিত্যের পুত্ৰ, যক্ষপাল স্বৰ্য্যদেবের জন্তু একটি মন্দির নির্মাণ করাইয়াছিলেন ৯৬ । বক্ষপালের পিতা বিশ্বাদিত্য নয়পালদেবের পঞ্চদশ রাজ্যান্ধে জনাৰ্দ্দন ও গদাধরের মন্দির এবং তৃতীয় বিগ্রহ পালদেবের পঞ্চম রাজ্যাঙ্কে বটেশ ও প্রপিতামহেশ্বর মন্দির নির্মাণ করাইয়াছিলেন। তারানাখ যক্ষপালকে রামপালের পুত্ররূপে বর্ণনা করিয়া গিয়াছেন । অনুমান হয়, যক্ষপাল তৃতীয় বিগ্রহপালের মৃত্যুর পরে কিয়ংকাল স্বাধীনত (**) Memoirs of the Asiatic Society of Bengal, vol. III, р 14. (১০) বঙ্গের জাতীয় ইতিহাস (রাজস্তকাগু), পৃঃ ২৬৯ | (**) Ain-i-Akbari ( Jarrett's Trans.), vol. II, p. 131. (**) Ibid, p. 135. (*) Ibid, pp. 337-38. (es) Ibid. pp. 138-39. (ss) Indian Antiquary. vol. IV, p. 366. که به سبت به نسلسعه یابد.