পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ ૨8હક বংশীয় রাজার নাম নাই। গোবিন্দপুরে আবিষ্কৃত গদাধরের কুল-প্রশস্তিতে এবং গয়ার শীতল দেবী মন্দিরে আবিষ্কৃত যক্ষপালের শিলালিপিতে রুক্সমান এবং যক্ষপাল ১০০ নরেন্দ্র আখ্যায় অভিহিত হইয়াছেন। কোন সময়ে মানবংশীয় রাজগণের বা যক্ষপালের বংশধরগণের অধিকার লুপ্ত হইয়াছিল তাহ নির্দিষ্ট হয় নাই । ভোজবৰ্দ্ধদেবের বেলাব তাম্রশাসন হইতে অবগত হওয়া যায় যে, যদুবংশে বীরত্র এবং হরি বহুবার প্রত্যক্ষবৎ দৃষ্ট হইয়াছিলেন১০১ । এইস্থানে প্রশস্তিকার ইঙ্গিতে জানাইয়াছেন যে, যাদব-বৰ্ম্মবংশে হরিবর্ণ নামে একজন রাজা জন্মগ্রহণ করিয়াছিলেন । হরিবর্ণ নামক একজন রাজার অস্তিত্ব সম্বন্ধে অনেকগুলি প্রমাণ আবিষ্কৃত হইয়াছে। একখানি শিলালিপি, একখানি তাম্রশাসন এবং দুইখানি হস্তলিখিত গ্রন্থ হইতে হরিবর্মদেবের অস্তিত্বের কথা অবগত হওয়া যায়। শিলালিপিখানি উড়িষ্যা-প্রদেশের পুরী জেলায় ভুবনেশ্বর গ্রামে অনন্তবাসুদেব-মন্দির-প্রাঙ্গণে আবিষ্কৃত হইয়াছিল, ইহা এক্ষণে অনন্তবাসুদেব-মন্দিরের প্রাচীর গাত্রে সংলগ্ন আছে । ইহা হরিবর্মদেবের মন্ত্রী ভবদেবভট্টের কুল-প্রশস্তি । ইহা হইতে অবগত হওয় যায় যে, সাবর্ণগোত্রীয় রাঢ় প্রদেশের সিদ্ধল গ্রামবাসী শ্রোত্রীয়বংশে প্রথম ভবদেবভট্ট জন্মগ্রহণ করিয়াছিলেন । তিনি গৌড়েশ্বরের নিকট হইতে হস্তিনীভিট্ট গ্রাম প্রাপ্ত হইয়াছিলেন । ভবঙ্গেবের বৃদ্ধ প্রপৌত্র আদিদেব বঙ্গরাজের মহামন্ত্রী-মহাপাত্রমহাসান্ধি-বিগ্রহিক ছিলেন। আদিদেবের পৌত্র ‘বালবলভীভুজঙ্গ’ উপাধিধারী ভবদেবভট্ট দীর্ঘকাল হরিবর্মদেবের মন্ত্রী ছিলেন এবং তাহার পরে তাহার পুত্রেরও উপদেশদাতা ছিলেন । দ্বিতীয় ভবদেবভট্ট রাঢ় দেশে একটি জলাশয় খনন করাইয়াছিলেন এবং ভূবনেশ্বরে নারায়ণ, অনন্ত, ও নরসিংহমূৰ্ত্তি প্রতিষ্ঠা করাইয়াছিলেন।১০২ ৷ এই শিলালিপি সম্পাদনকালে স্বৰ্গীয় ডাক্তার কিলহুর্ণ (» • •) Indian Antiquary. vol. XVI, 1887, p. 65. V. 10. (১-১) সোপি প্রাপ যদুং তত: ক্ষিতি (ভু জাং বংশোয়মুজ-ভাত । বীরতীশ্চহরিশ্চ যত্র বস্তু (হ) শঃ প্রত্যক্ষ্যমেবৈক্ষ্যত । - —Journal of the Asiatic Society of Bengal, New Series, vol. X. pp. 126-7. o (x o R) Epigraphia Indica, vol. V, pp. 205 7.