পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ -: সেন-রাজবংশ কুমারপাল—বৈষ্ঠদেব—অনন্তবর্ণী—চোড়গন্ধের আক্রমণ-দক্ষিণবঙ্গে নৌ-যুদ্ধ —কামরূপরাজের বিদ্রোহ—বৈদ্যদেবের কামরূপ জয়-তৃতীয় গোপাল-মাদারশিলালিপি—মদনপাল-বিজয়সেন—বঙ্গজয়—বরেন্দ্ৰীজয়-মদনপালও গোবিন্দ্রচন্দ্র —মদনপালের তাম্রশাসন—সেন-রাজবংশের উৎপত্তি-রাঢ়দেশে বাস-পন্থয়েশ্বর মন্দির-সামন্তসেন—হেমন্তসেন—বিজয়সেন—গৌড়েশ্বরের পরাজয়—নান্ত, বীর, রাঘব ও বন্ধন-বিজয়সেনের শিলালিপি-তাম্রশাসন-বিলাসদেবী-পূৰ্ববংশের সহিত সম্বন্ধ—বল্লালসেন—কৌলীন্য-দানসাগর ও অদ্ভুতসাগর-সীতাহাটীর তাম্রশাসন-লক্ষ্মণসেন-গেবিন্দ্রচন্দ্রের মগধ জয়-লক্ষ্মণসেনের তাম্রশাসনসমূহ— লক্ষ্মণসেনের রাজ্যে সহিত্য চচ্চ1-লক্ষ্মণাবা-বাঢ়ের ঘোষ বংশ । রামপালদেবের মৃত্যুর পরে তাহার জ্যেষ্ঠপুত্র কুমারপাল গোঁড়-সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । রামপালের মৃত্যুর অব্যবহিত পরে নবজিত কামরূপ রাজ্যে, সামন্তরাজ তিঙ্গ্যদেব বিদ্রোহী হইয়াছিলেন, উৎকল-রাজ অনন্তবর্শ্ব-চেড়িগঙ্গ গোঁড়রাজ্য আক্রমণ করিয়াছিলেন এবং সম্ভবতঃ সেনবংশীয় বিজয়সেন রাঢ়ে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করিবার উদ্যোগ করিতেছিলেন। রাজ্যাভিষেকের অব্যবহিত পরে চতুর্দিক হইতে বিপজ্জাল বেষ্টত হইয়াও নবীন গৌড়েশ্বর কিংকৰ্ত্তব্যবিমূঢ় হন নাই। কমেলিতে আবিষ্কৃত বৈদ্যদেবের তাম্রশাসন হইতে অবগত হওয়া যায় যে, রামপালদেবের মন্ত্রী বোধিদেবের পুত্র, বৈদ্যদেব কুমারপালের মন্ত্রী ছিলেন। “তিনি সাম্রাজ্য লক্ষ্মী সেবিত স্ববিখ্যাত রামপাল দেবের পুত্র কুমারপাল নরপতির চিত্তাল্পরূপ মন্ত্রী হইয়াছিলেন। পরাজিত শক্র নরপাল মুকুট সমাহৃত স্বনিতি যে সিংহমূৰ্ত্তি তীয় সমুচ্ছ প্রাসাদ-শিখর অলঙ্কত করিতেছে, সেই সিংহের গ্রাসাসে সান্ত হইয়া চক্রমণ্ডলমধ্যস্থ বিম্বাক্ষরূপী মৃগ পলায়নপর হইবে ।” সৰ্ব্বপ্রথমে বোধ (১) সোয়ং রামনরোজপ্ত সচিব সাম্রাজ্যলক্ষ্মীজুব: প্রখ্যাতন্ত:কুমারপালনৃপতেশ্চিত্তাকুরূপোহভবং যন্তারাতি-ফিরীট-হাটক-কৃত প্রসাদ-কষ্টিরব গ্রাস ত্রাস-বশাপৈতি বিধোৰ্বিস্বাক্ষরূপী যুগ ॥১ -. . --پ۱یمxerxtnه ,اg ۰هډ