পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ રહી છે. বোধ হয় উত্তররাঢ় ও দক্ষিণরাঢ় অধিকার করিয়াছিলেন । ইহার পরে পালরাজগণ আর কখনও দক্ষিণবঙ্গে অধিকার বিস্তার করিতে পারিয়াছিলেন বলিয়া বোধ হয় না। এই সময়ে “পূৰ্ব্বদিগ্বিভাগে বহুমান প্রাপ্ত তিঙ্গ্যদেব নৃপতির বিদ্রোহ-বিকার প্রবণ করিয়া গৌড়েশ্বর তাহার রাজ্যে এইরূপ বিপুলকীর্তি সম্পন্ন বৈদ্যদেবকে নরেশ্বর পদে নিযুক্ত করিয়াছিলেন ।” বৈদ্যদেব কামরূপরাজকে পরাজিত করিয়া স্বয়ং কামরূপের সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । “সাক্ষাৎমার্জগুবিক্রম বিজয়শীল সেই বৈষ্যদেব আপন তেজস্ব প্রভুর জাজাকে মাল্যদানের স্থায় মস্তকে ধারণ করিয়া কতিপয় দিবসের দ্রুত রণযাত্রার অবসানে নিজভূজবিমৰ্দ্দনে সেই অবনীপতিকে যুদ্ধে পরাভূত করিবার পর, তদীয় রাজ্যে মহীপতি হইয়াছিলেন” । কুমারপালদেব বোধ হয় অতি অল্পকাল রাজত্ব করিবার পরে পরলোকগমন করিয়াছিলেন, কারণ সন্ধ্যাকরূনন্দী ‘রামচরিতে" একটিমাত্র শ্লোকে তাহার রাজত্বকালের বিবরণ শেষ করিয়াছেন । কুমারপালদেব বোধ হয় এক বা দুই বৎসর গৌড়-সিংহাসনে আসীন ছিলেন। তাহার মৃত্যুর পরে তৎপুত্র তৃতীয় গোপালদেব গৌড়-সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। তৃতীয় গোপালদেব বোধ হয় অতি অল্পকাল সিংহাসনে আসীন ছিলেন এবং শৈশবেই গুপ্ত-ঘাতকের হস্তে নিধন প্রাপ্ত হইয়াছিলেন । কুমারপাল (৬) এতাদৃশোহরিহরিভৃবিসংকুতস্ত শ্ৰীতিম্গ্যদেবমূপতেৰ্ব্বিকৃতিং নিশম্য । গৌড়েশ্বরেণ ভূবি তন্ত নরেশ্বরত্বে ঐবৈদ্যদেব উরুকাভিরিয়ং নিযুক্ত ॥১৪ –গোঁড়লেখমালা, পৃ: ১৩১ } (৭ শ্রজমিব শিরস্তাদায়াজাং প্রভোরুর তেজস: কতিপয়ৈিনদত্ত জিষ্ণু প্রয়াণমসোঁক্রতং । তমবনীপতিং জিত্ব যুদ্ধে বভূব মহপতি জিভুজপরিস্পদৈঃ সাক্ষান্দিবপতিবিক্রমঃ ॥১৪ —গৌড়লেখমালা, পূ: ১৬১ ৷ (৮) অর্থ রক্ষতা () কুমারোণিতপৃথ পরিপনি খবপ্রমদ r ' রাজ্যমুপস্কুজ্য ভরত স্বল্পরগমবিং তস্থত্যাগাং। —রামচরিত, ৪১১। (১) জপি শামপন্থীদেীপাল স্বৰ্গগাম তৎস্বঙ্ক । হঙ্ক কুঞ্জনস্তাস্তনয়স্তৈতস্য সামরিকমেতং । রামচরিত, ৪।১২৮