পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રહ:ર বাক্ষালার ইতিহাস জেবের মহিষী অথবা অন্ত কোন পুত্রের নাম মস্তাবধি জানিতে পারা যায় নাই এবং তাহার কোন শিলালিপি বা তাম্রশাসনও আস্তাবধি আবিষ্কৃত হয় নাই। তৃতীয় গোপালদেবের মৃত্যুর পরে রামপালদেবে কনিষ্ঠপুত্র মদনপাল গোঁড়সিংহাসন লাভ করিয়াছিলেন১০। মদনপালদেব বোধ হয় শিশু ভ্রাতুষ্প ত্রকে হত্যা করিয়া সিংহাসনের পথ প্রশস্ত করিয়াছিলেন । তৃতীয় গোপালদেবের রাজ্যকালের একখানি শিলালিপি শ্ৰীযুক্ত অক্ষয়কুমার মৈত্রেয় কর্তৃক রাজসাহী জেলার অন্তর্গত মাদাগ্রামে আবিষ্কৃত হইয়াছে’’ । ইহা এক্ষণে কলিকাতার চিত্রশালায় রক্ষিত আছে। শিল্পীর অসাবধানতার জন্য এই শিলালিপিটি ভ্রম পরিপূর্ণ এবং ইহার অনুবাদ করা অসম্ভব । } মদনপালদেবের রাজত্বকালে পাল-সাম্রাজ্য, মগধ ও উত্তরবঙ্গে সীমাবদ্ধ ক্ষুদ্ররাজ্যে পরিণত হইয়াছিল। মগধের পূর্বাংশ মাত্র এই সময়ে গৌড়েশ্বরের অধীন ছিল । তৃতীয় গোপালদেবের মৃত্যুর পরে বৈদ্যদেব কামরূপের স্বাধীন রাজী হইয়াছিলেন। তাহার চতুর্থ রাজ্যাঙ্কে প্রদত্ত তাম্রশাসণ হইতে অবগত হওয়া যায় যে, উহা সম্পাদনকালে তিনি পরমমাহেশ্বর পরমবৈষ্ণব-মহারাজা ধিরাজ-পরমেশ্বর-পরমভট্টারক উপাধি গ্রহণ করিয়াছিলেন । এতদ্ব্যতীত রাঢ় ও বঙ্গ বিজয়সেনের হস্তগত হইয়াছিল । বিজয়সেন ক্রমে গঙ্গাপার হইয়। বরেন্দ্রীর দক্ষিণাংশ অধিকার করিয়াছিলেন। রাজশাহী জেলার অন্তর্গত দেবপাড়া গ্রামে আবিষ্কৃত উমাপতিধর রচিত বিজয়সেনের প্রশস্তিতে তৎকত্ত্বক গৌড়েশ্বরের পরাজয়ের উল্লেখ আছে১২ । বিজয়সেন বোধ হয় মদনপালদেবের (১০) তদচুমদনদেবীনন্দনশ্চন্দ্ৰগোঁরৈ শ্চরিতভুবনগর্ত প্রাংশুভি: কীৰ্ত্তিপুরৈ । ক্ষিতিমচয়তাতস্তস্য সপ্তান্ধিদায়ী মমৃতমদনপালে রামপালাত্মজন্ম ৷ ১৮ –গৌড়লেখমালা, পৃঃ ১৫২ ৷ (১১) বঙ্গীয় সাহিত্য পরিষৎ পত্রিক, ১৯শ ভাগ পৃ. ১৫৫ ৷ (১২) ত্বং নানারীরবিজয়ীতি গিরী করীনাং শ্রদ্ধান্যখামননরুদুনিগুরোষ । ,গোwেমমণাক্ত কামরূপন্থপং কলিজমপি যন্তরল জিগায় ॥২• • ‘o. —Epigraphia Indica, vol. I. p. 309.