পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ ". সন্ধাৰুবুনঙ্গ অবগুই রামচরিতের দ্বিতীয় অধ্যায়ে স্তাহাদিগেৰ নামোরেখ করিতেন। মানসাগর নামৰ তিনিবন্ধের মতে বিজয়সেন প্রথমেই বয়েজ দেশের অধিপতি ছিলেন২৬, কিন্তু শিলালিপি বা তাম্রশাসনের প্রমাণ হইতে এই কথা সমর্থিত হয় না। রাঢ় ও বঙ্গ অধিকৃত হইলে বিজয়সেন পাল-সাম্রাজ্যের অবশিষ্টাংশ আক্রমণ করিয়াছিলেন। দেবপাড়ার শিলালিপি হইতে জানিতে পারা যায় যে, গৌড়েশ্বর বিজয়সেন কর্তৃক পরাজিত হইয়াছিলেন২৭, । মদনপালের অষ্টম রাজ্যান্ধের পর বোধ হয় সমগ্র বরেন্দ্রভূমি বিজয়সেনের করতলগত হইয়াছিল। দেবপাড়ার শিলালিপি হইতে অৰগত হওয়া যায় যে, বিজয়সেন গৌড়েশ্বরকে পরাজিত করিয়া কামরূপাধিপতিকে দমন করিয়াছিলেন এবং কলিঙ্গরাজকে পরাজিত করিয়াছিলেন । কামরূপ ও কলিঙ্গবিজয়ের পরে বিজয়সেন নান্ত, বীর, রাঘব ও বর্ধন নামধেয় নরপতিগণকে পরাজিত করিয়াছিলেন২৮ । এই সময়ে কে কামরূপের সিংহাসনে আসীন ছিলেন তাহা অস্তাবধি নির্ণীত হয় নাই । বঙ্গভদেবের পিতামহ রায়ারিদেব২৯ ত্ৰৈলোক্যসিংহ বোধ হয় তখনও কামরূপে দ্বীয় আধিপত্য বিস্তার করিতে সমর্থ হন নাই। এই সময়েও কলিঙ্গদেশ অনন্তবৰ্মা চোড়গঙ্গদেবের অধিকারে ছিল৩• । তাহার গোঁড়াভিযানের পরে বোধ হয় উৎকল-রাজ দ্বিতীয়বার রাঢ় আক্রমণ করিয়াছিলেন, এবং সেই সময়ে বোধ হয় বিজয়সেন তাহাকে পরাজিত করিয়াছিলেন। বিজয়সেন কর্তৃক পরাজিত নান্তদেব মিথিলার রাজা। তিনি মিথিলার কর্ণাটক রাজবংশের প্রতিষ্ঠাতা। নেপালের রাজা জয়প্রতাপময়ের শিলালিপিতে নান্তদেব কর্ণাটক রাজবংশের প্রথম রাজা বলিয়া উল্লিখিত হইয়াছেনও১। নেপাল-রাজগণের বংশাবলীতে कffक ब्रांछ ASA SSASAS SSMMM SMMAAASAAAA * . ললিতা বিজয়সেন প্রাদুরালীং ববেক্সে سمchwanstarm, qi امه (**) Epigraphia indica, vol. I, p. 309, verse 20. (৮) পূরং মন্ত ইবালি নাঙ্ক কিমিহ স্বং রাষৰ মাসে পদ্ধাং বৰ্ধন যুদ্ধ বীর বিরতো নাজাপি পেষ্ঠৰ। - - নিজে নিয়াপনোরম ৷ —ibid, vene 21 (a») Epigraphia Indica, vol. V. P. 183. - - (s.) Ibid, vol. VIII, app, I, p. 17. List no. 22. (ex) Indian Antiquary, vol. IX, p. 188; vol. XIII, p. 418. عا لأسبة لا تRجفat