পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ ૨૬મ মঙ্গরের ধ্বংসাবশেষ জাপি বিদ্যমান আছে। প্রসিদ্ধ কৰি উমাপতির কর্তৃক এই প্রশস্তি রচিত হইয়াছিল এবং ইহা বীরেন্দ্রক শিল্পীগোষ্ঠী-চুড়ামণি রাণক শূলপাণি কর্তৃক উৎকীর্ণ হইয়াছিল৩৬, বিজয়সেনের তাম্রশাসনখানি কোন স্থানে আবিষ্কৃত হইয়াছিল তাহ বলিতে পারা যায় না। অনেক বৎসর পূর্বে জনৈক -ভদ্রব্যক্তি ইহা পাঠোদ্ধারের জন্য আমার নিকট আনিয়াছিলেন। পাঠোদ্ধার শেষ হইলে তিনি উহা লইয়া গিয়াছেন এবং প্রতিশ্রত হইয়াও আমাকে উহার উদ্ধৃতপাঠ প্রকাশ করিবার অবসর প্রদান করেন নাই। এখন শুনিতেছি, ইহা WTARFf (Schumacher ) FF ਬਾਜ਼ বিদেশীয় ভালোকের সম্পত্ত্বিও৭। ১৯১৫ খৃষ্টাৰে প্রত্নতত্ত্ব-বিভাগের পূর্বচক্রের তৎকালীন অধ্যক্ষ ড. ডি. বি. পূনার এই তাম্রশাসনের একখানি চিত্র জামাকে প্রেরণ করিয়া আমার উদ্ধৃতপাঠ প্রকাশ করিবার অনুমতি দিয়াছিলেন। তদনুসারে এই গ্রন্থের প্রথম সংস্করণ প্রকাশিত হইবার পরে আমি এই তাম্রশাসনের পাঠ প্রকাশ করিয়াছি। এই তাম্রশাসনধানির দ্বারা বিজয়সেনদেব তাহার মহিষী বিলাসদেবীর কনকতুলাপুরুষ মহামানের হোমের দক্ষিণস্বরূপ পৌণ্ডবৰ্দ্ধনভূক্তর খাড়ি বিষয়ের ঘাসসভোগভাটবড়াগ্রামে চারিটি পাটক, মধ্যদেশের কাপ্তিযোঙ্গিবিনিগত রত্নাকরদেবশখার প্রপৌত্র, রহস্করদেবশৰ্মার পৌত্র, ভাস্করদেবশখার পুত্র, বাংলগোত্রীয়, ঋগ্বেদের আশ্বলায়নশাখাধ্যায়ী ষড়ঙ্গের অখুশীলনকারী উদয়করশৰ্ম্মাকে তাহার দ্বাফ্রিংশ রাজ্যাঙ্কে প্রদান করিয়াছিলেন । এই তাম্রশাসন “বিক্রমপুরোপকারিকামধ্যে” প্রদত্ত হইয়াছিল এবং ইহা হইতে অবগত হওয়া যায় যে, বিলাসদেবী পূৰ্ববংশজাতও৮। (es) Epigraphia Indica, vol. I, P, 311. - (•^) Epigraphia Indica, vol. XV, p. 278 vii* वैवूख রাধাগোৰিদ বসাক পরে এই তাম্রশাসনের পাঠোদ্ধার করিয়াছেন। তাহার মত্তাকুপারে ইহা বিজয়লেনের ৬২ রাজ্যক্ষে প্রদত্ত হইয়াছিল। সাহিত্য, ৩১শ ভাগ, ,° o *. - !۹ «سد : , ۹ هد. S SAAAAS S DDDDS BBBBB BBBBBBBDD DS - নয়নযুগমখস্থানবিহারেকেলীস্থলীৰছিী ॥৭ , ' ' . —Epigrapbia iadica, vol. XV, p. 283.