পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

食蛤* বাঙ্গালার ইতিহাস খৃষ্টীয় দ্বাদশ শতাব্দীর প্রথমপাদে বিজালেনের পুত্র বালনে গোঁড়-সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । বালসেনের রাজ্যকালের কোন ঘটনাই অস্তাবধি নির্ধারিত হয় নাই। কুলশান্ত্রসমূহে দেখিতে পাওয়া যায় যে, বল্লালসেন কৌলীন্তপ্রথার স্বাক্ট করিয়াছিলেন, কিন্তু তিনি স্বয়ং, র্তাহার পুত্র লক্ষ্মণসেন এবং পোঁজ কেশবসেন ও বিশ্বরুপ সেন তাহাদিগের তাম্রশাসনসমূহে নবপ্রচলিত আভিজাত্যবিধির কোনই উল্লেখ করেন নাই এবং শাসনগ্রহীতা ব্রাহ্মণগণের নামোরেখকালেও তাহাজের নূতন পদমর্যাদা উল্লিখিত হয় নাই, এই কারণে কৌলীন্যপ্রথা বালমেন কর্তৃক স্বাক্ট হইয়াছিল কিনা সে বিষয়ে সন্দেহ জন্মে। বল্লালসেন ‘দানসাগর নামক স্থতির নিবন্ধ ৩৮ ও ‘অদ্ভুতসাগর’ ৩৯ নামক জ্যোতিষের নিবন্ধ রচনা করিয়াছিলেন। এই গ্রন্থদ্বয়ের কোন কোন পুথিতে বল্লালসেনের কালবাচক এক বা ততোধিক শ্লোক দেখিতে পাওয়া যায় ৪০ । এই শ্লোকদ্বয় হইতে অবগত হওয়া যায় যে, ১৯৯৩ শকাব্দে ( ১১৬৮ খৃষ্টাকে ) ‘দানসাগর’ রচিত হইয়াছিল৪১ এবং ১৯৯১ শকাব্দে ‘অদ্ভুতসাগর” সমাপ্ত হইয়াছিল৪২ অদ্যাবধি 'দানসাগর ও অদ্ভুতসাগরের যে সমস্ত পুথি আবিষ্কৃত হইয়াছে তন্মধ্যে কতকগুলিতে এই শ্লোকৰয় দেখিতে পাওয়া যায় নাঃ৩ । ইহা হইতে প্রমাণ হইতেছে যে, এই শ্লোকম্বয় পরবর্তীকালে প্রক্ষিপ্ত ইহয়াছে। শ্রীযুক্তলগেন্দ্র বস্থ৪৪, ক্রযুক্তরমাপ্রসাদ চন্দse ও ক্রযুক্ত নলিনীকান্ত ভট্টশালী৪৬ এই মানবাচক শ্লোকগুলিকে প্রক্ষিপ্ত বলিয়৷ স্বীকার করেন না। শ্ৰীযুক্ত স্বরেন্দ্রনাথ কুমারও৭, শ্রীমান ননীগোপাল মজুমদার ৪৮ (et) Mahamahopadhyaya Haraprasad Shastri's Notices of Sanskrit Manuscripts, Second Series, vol. I, p. 170. (**) Report on the Search of Sanskrit Manuscripts in the Bombay Presidency, 1887-91, p. LXXXV. (s-) Journal of the Asiatic society of Bengal, 1896, pt. I, p. 23. - . . . 象 (ss) Journal & Proceedings of the Asiatic Society of Rengal, New Series, vol. IX, p. 274. (es) Ibid., p. 275, * * * (se) Ibid, pp. 275-76. 系 (es) বঙ্গের জাতীয় ইতিহাস (রাজনীকাণ্ড ), পৃ. ৩২১ । (se) গৌড়লেখমালা, পৃ. ৬২ ৷ - (sv) Indian Antiquary, 1912, p. 167. - (sa) Ibid, 1913, p. 185, ;

    • r

(**) Ibid, vol. XLVIII, 1919, pp. 171-76. ہیصد،