পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ । 发够° ও স্বর্গগত ভাক্তার হৰ্ণলিs৯ আমার মত সমর্থন করিয়াছেন। শ্রীযুক্তনগেন্দ্রনাথ বস্থ স্বীকার করেন যে, এই শ্লোকগুলিতে গোল আছে। “কিন্তু ঐ শকান্ধ দুইটি সম্বন্ধে" কিছু বলিবার আছে, যদি ১.৯ শকে বৃদ্ধ বল্লালসেন প্রিয়পুত্ৰ লক্ষ্মণসেনকে । সিংহাসনে অভিষিক্ত করিয়া থাকেন ও অদ্ভুতসাগর’ অসম্পূর্ণ রাখিয়াই মৃত্যুমুখেপতিত হইয়া থাকেন, তাহা হইলে ১৯৯১ শকে আবার দানলাগর’ সম্পূর্ণ হইল কিরূপে ৫-” ? এই সমস্তার মীমাংসা করিবার জন্ত বম্বজ মহাশয়কে বলিতে হইয়াছে, তাহার গুরুদেব অনিরুদ্ধভট্টই তাহার হইয়া ‘দানসাগর’ সমাধা করেন । বলা বাহুল্য, প্রমাণাভাবে এই কথা স্বীকার করা উচিৎ নহে । বঙ্গালসেনের রাজত্বকালের দুইটি খোদিতলিপি আবিষ্কৃত হইয়াছে। ১৩১৭ বঙ্গাকে বর্তমান জেলার কাটোয়ার নিকটে সীতাহাটী গ্রামে একখানি তাম্রশাসন আবিষ্কৃত হইয়াছিল, ইছাই বজালসেনের তাম্রশাসন । এই তাম্রশাসন দ্বারা বল্লালসেনদেৰ উাহার একাদশ রাজ্যাঙ্কে রাজ-মাতা-বিলাসদেবীর সূৰ্য্যগ্রহণোপলক্ষে হেমাশ্বমহাদানের দক্ষিণাস্বরূপ বর্ধমানভূক্তির অস্তঃপাতী উত্তর-রাঢ়ামগুলে বাঙ্গহিট্টগ্রাম বরাহ দেবশখার প্রপৌপ্র ভদ্ৰেশ্বর দেবশর্থার পৌত্র, লক্ষ্মীধর দেবশখার পুত্র, ভরদ্বাজ গোত্রীয় সামবেদী কোঁখুমশাখাচরণাকুষ্ঠায়ী ঐঞ্জিবান্ধদেব শৰ্ম্মাকে প্রদান করিয়াছিলেনe১ । এই তাম্রশাসনখানি এক্ষণে কলিকাতায় চিন্ত্রশালায় রক্ষিত আছে । বালসেন ১১১৮ অথবা ১১১৯ খৃষ্টাৰে পরলোক গমন করিয়াছিলেন। বালসেনের রাজত্বকালে হরিমােৰ তাহার সাধিবিগ্রহিক ছিলেন। ১১১৯ খৃষ্টাৰে বাললেনের পুত্ৰ লক্ষণলেন গৌড়-সিংহাসনে জারোহণ করিয়াছিলেন । তাহার মাতার নাম রামদেবী, মাৰাইনগরে আবিষ্কৃত লক্ষণসেনেদেবের অস্ত্রশাসন হইতে অবগত হওয়া যায় যে, রামদেৰী চালুক্যবংশের ছহিতাe২ । (৪৯) ভাক্তার হৰ্ণলি ১৯১৪ খৃষ্টাব্দের ৩রা জাহারী তারিখে লিখিতপক্সে আমার মত সমর্থন করিয়াছেন । এই পক্সের কিয়দংশ পরিশিষ্ট্রে মুক্তিত হইল। (९०) वरजङ्ग बाउँौञ्च हेडिशन ( ब्रांजनाकां७), शृः ७१२ ।। (৫১) বঙ্গীয়-সাহিত্য-পরিষৎ-পত্রিকা, ১৭শ ভাগ, পৃঃ ২৩৭-৩৮; Epigraphia Indica, vol, XIV, pp. 156-63, (৫২) ধরাধরাপ্তঃপুরমৌলিকরত্ন চালুকাভূপালকুলে লেখা। তস্ত প্রিয়াভূস্বহমানভূমিলক্ষী পৃথিব্যোরপি রামদেৰী । -journal & Proceedings of the Asiatic Society of Bengal, vol. V, p. 472.