পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ SU¢ፃ পুরুষ কর্তৃক প্রচলিত হইতে পারে না। ভারতবর্ষের ইতিহাসে কোন রাজবংশের কোন উত্তরপুরুষ, পূৰ্ব্বপুরুষ প্রচলিত অৰ স্বনামে পুনঃ প্রচলিত করেন নাই। স্বতরাং প্রমাণাভাবে লক্ষ্মণাকে সামন্তসেন, হেমন্তসেন, বিজয়সেন অথবা বল্লালসেন কর্তৃক প্রবর্তিত অৰ বল যাইতে পারে না। যাহারা ঐতিহাসিক তত্বের অনুসন্ধান করিতে যাইয়া পূৰ্ব্ব সংস্কার পরিত্যাগ করিতে ক্লেশামুভব করিয়াছিলেন, তাহাদিগের প্রবর্তিত একাধিক লক্ষণান্ধের অস্তিত্ব সম্বন্ধে অধিক কথা বলা উচিত নহে। আৰ্যাবর্ভ বা দাক্ষিণাত্যের ইতিহাসে এক রাজা কর্তৃক একাধিক অন্ধ প্রচলনের একটিও দৃষ্টান্ত অন্বেষণ করিয়া পাওয়া যায় না। কোন রাজ্য ধ্বংসের কাল হইতে একটি অন্ধ গণিত হইবার দৃষ্টান্তও ভারতের ইতিহাসে নাই এবং ইহা সম্ভবপর বলিয়া বিশ্বজনমণ্ডলীর বিশ্বাস আছে—বর্তমান সময়ে ইহা দেখিলেও দুঃখিত হইতে হয়। গেীপ্তান্ধের প্রকৃত কাল নির্ধারিত হইবার পূৰ্ব্বে যাহারা মনে করিতেন যে, গুপ্ত-বংশ ধ্বংসের কাল হইতে গোপ্তাৰ গণিত হইতেছে, তাহারা পরিশেষে কিক্ষপ পরিহাস্তাম্পদ হইয়াছিলেন তাহা সকলেরই স্মরণ রাখা উচিৎ ৷ - খৃষ্টীয় স্বাদশ শতাব্দীর কোন সময়ে মহামগুলিক উপাধিকারী কায়স্থ অথব{ গোপ জাতীয় লাস্ক-রাজগণ স্বাধীনতা অবলম্বন করিয়াছিলেন । দিনাজপুর জেলায় রাজ-এষ্ট্রেটের দপ্তরখানায় বহুকাল হইতে একখানি তাম্রশাসন সযত্নে রক্ষিত হইতেছে । মালদোয়ার রাজ-এষ্টেট ১৮৩৩ খৃষ্টাৰে প্রথমবার কোর্ট-অৰ-ওয়ার্ডসের অধীল । হইৰাক্স সময়ে এই তাম্রশাসনখানিও তালিকাভুক্ত হইয়াছিল৭৬ । ইহা হইতে অৰগজ, হওয়া যায় যে, রাঢ়দেশের অধিপতির পুত্র খুর্বঘোষ, তাহার পুত্রের নামৃ শ্ৰীবালাঘাষ, বালঘোষের পুত্রের নাম ধবলঘোষ। সম্ভাব্য নামী পত্নীর গর্তে ধবলঘোষের ঈশ্বরং ঘোষ নামক এক পুত্র জন্মগ্রহণ করিয়াছিল। ঈশ্বরঘোষ ঢেঙ্করী হইতে পিয়োৱ • মওলান্তঃপাতী গাল্লিটিপাকবিষয়ে দিগ ঘাসোদিয়াগ্রাম, ভার্গব গোত্রীয় ভট্ট স্ত্রনিকোকশৰ্ম্ম নামক জনৈক যজুৰ্ব্বেদীয় ব্রাহ্মণকে মার্গশীর্ষের সংক্রাস্তিতে জটোদায় স্নান করিয়া প্রদান করিয়াছিলেন৭৭ । এই তাম্রশাসন ঈশ্বরঘোষের পঞ্চজিংশ (৬) সাহিত্য, ১৩২, ২৪শ বর্ষ, ১ম খণ্ড, পৃ. ৩৬-৪৬, ২৭২-৭৮। (৭৭) সাহিত্য, ১৩২৯, ২৪শ বর্ষ, ১৭২-৭৭ ।