পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* Sir - বাঙ্গালার ইতিহাস রাজ্যান্ধে সম্পাদিত হইয়াছিল। শ্রীযুক্তজক্ষয়কুমার মৈত্ৰেয় মহাশয় এই তাম্রশাসনের পাঠোদ্ধার কবিয়াছেন, কিন্তু তিনি ইহার কাল নির্দেশ করেন নাই। ভংকৰ প্রকাশিত চিত্রে ইহার অক্ষর দেখিয়া বোধ হয় যে, এই তালশাসনখানি বিজয়সেন অথবা বল্লালসেনের তাম্রশাসনের পূৰ্ব্বে উৎকীর্ণ হইয়াছে। এতদ্ব্যতীত অন্ত ঈশ্বরধোশের তাম্রশাসন সম্বন্ধে কোন কথাই বলা যাইতে পারে না। । খৃষ্টীয় দ্বাদশ শতাব্দীর শেষপাদে সেন উপাধিধারী দুইজন রাজা মগধের দক্ষিণভাগে রাজত্ব করিতেন। ইহারা সম্ভবতং সেন-রাজবংশজাত এবংলক্ষ্মণসেনের রাজ্য কালে মগধ বিজিত হইলে উহার শাসনকর্তা নিযুক্ত হইয়াছিলেন। পরে দেন: রাজবংশের অধঃপতনের সময়ে তাহারা স্বাধীনতা লাভ করিয়াও রাজোপাধি গ্রহণ করেন নাই। এই বংশের প্রথম রাজা বুদ্ধসেন। মহাবোধি মন্দিরের প্রাঙ্গনের পাৰাণাচ্ছাদনের একখানি প্রস্তর ফলকে বহু পূৰ্ব্বে একখানি শিলালেখ আবিষ্কৃত হইয়াছিল৭৮। ইহা হইতে জানিতে পারা যায় যে, রাজপুতানার সপালক্ষ দেশের অধিপতির এবং কমাদেশের রাজগুরু ভিস্থপণ্ডিত ঐধর্স-রক্ষিত খেন বুদ্ধ গয়ায় আদিছিলেন তখন নেবে পীঠ প্রদেশের অধিপতি ছিলেন। ১৮.৩ ° নিৰ্ব্বাণান্ধে ধর্থরক্ষিত বুদ্ধগয়ায় একটি গঙ্কফুট নির্মাণে ব্যাপৃত ছিলেন । অধ্যাপক শ্রীমামননীগোপাল মজুমদার অনুমান করেন যে, যুদ্ধগয়ায় মঙ্গির প্রাঙ্গণের এই শিলালিপিতে উল্লিখিত বুদ্ধসেন গ্যার ১৮১৩ বুদ্ধনিৰ্ব্বাশাকের শিলালিপিতে উল্লিখিত মগধ রাজ৮, । প্রত্নতত্ত্ব বিভাগের পর্বচক্রের ভূতপূৰ্ব্ব সহকারী অধ্যক্ষ স্বাগত পণ্ডিত হানন্দন পাণ্ডের বুদ্ধগয়া বা মহাবোধিগ্রামের তিনক্রোশ পূৰ্ব্বে चदहिङ जानिविष dाप्त्र औरे बूकरनानद्ग शूब जग्नानाना शन गरकौइ अक्षानि (v) Cunningham's Mahabodhi, pl, XXVIII, *** সাহিত্য-পরিষৎ-পত্রিকা, ১৭শ ভাগ, ১৩১৭, পৃঃ ২১৭ ; Indian Antiquary, vol, XLVIII, 1919, p. 45. - - (A») Ibi, vol. X, 1881, pp. 342-43, (**) Ibid, 1919, vol. XLVIII, p. 416.