পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ θΦώ শিলালিপি ১৯১৭ খৃষ্টাৰে আবিষ্কার করিয়াছিলেন৮১। এই শিলালিপি হইতে অবগত হওয়া যায় যে, লক্ষ্মণসেনদেবের অতীত রাজ্যের ৮৩ সন্ধৎসরে কার্ভিক মাসের শুরুপক্ষের পঞ্চদশ দিবসে পীঠ প্রদেশের অধিপতি বুদ্ধসেনের পুত্র আচাৰ্য রাজা জয়সেন সপ্তঘটে অবস্থিত কোটুঠলা গ্রাম হইতে শ্ৰীমন্ত্ৰজাসনের জঙ্ক সিংহল দেশীয় ভিক্ষুমঙ্গলস্বামীকে দান করিয়াছিলেন । এই শিলালিপি হইতে প্রমাণ হইতেছে যে, রামচরিত৯২ ও সারনাথে আবিষ্কৃত গাহড়-বাল-রাজ গোবিন্দচন্দ্রের মহিষী কুমারদেবীর শিলালিপিতেও উল্লিখিত পীঠ প্রদেশ বর্তমান গয়া জেলার প্রাচীন নাম এবং এবং খৃষ্টীয় দ্বাদশ শতাব্দীর শেষপাদে এই প্রদেশ সেন উপাধিধারী দুইজন রাজার অধিকারভুক্ত ছিল ; কারণ র্তাহারা লক্ষ্মণসেন কর্তৃক প্রবর্তিত অঙ্গ ব্যবহার করিয়াছেন। এই শিলালিপি হইতে আরও প্রমাণ হইতেছে যে, ১৯১৯ খৃষ্টাবে প্রাচীন উদগুপুর ও নালন্দা ( বর্তমান বিহার নগর ও বড়গাও গ্রাম) এবং বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় ধ্বংস হইলেও বুদ্ধগয়া ধ্বংস হয় নাই এবং তথায় বুদ্ধসেনের পুত্র জয়সেন ১২১২ খৃষ্টাব্দ পর্য্যস্ত রাজত্ব করিয়াছিলেন। (vs) Journal of the Bihar and Orissa Research Society, vol. IV, pp. 266. 11. i. o - (৮২) রামচরিত, ২৫ টকা । (•*) Epigraphia Indica,.vol. IX, p. 323.