পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তুতীক্স পরিচ্ছেদ মৌর্যাধিকার ও শকাধিকার জাৰ্য্যাধিকার কালে দ্রবিভুজাতিয় ভারতের আদিম অধিবাসীগণের রীতি-নীতি— মগধে শুভ্ররাজগণের অভু্যখান—মৌর্য সাম্রাজ্যের সীমা—প্রচলিত মুদ্রা –মৌর্য সাম্রাজ্যের অধঃপতন—ইউচি-ও উ-ক্ষন জাতির বিবাদ-শকজাতি কর্তৃক উত্তরাপথ অধিকার ও নূতন শকরাজ্য স্থাপন—স্বঙ্গ বংশীয় পুস্তমিত্র কর্তৃক মগধরাজ্য অধিকার-পঞ্চনদ প্রভৃতি দেশের শকগণের বিরুদ্ধে যুদ্ধযাত্র-স্থল বংশীয় শেষ রাজা দেবভূমির হত্যা—দেবভূমির মন্ত্রী কাম্ববংশীয় বাস্থদেব কর্তৃক মগধের সিংহাসন অধিকার—তৎকালে মগধরাজের বিস্তৃতি—ভিন্ন ভিন্ন শকজাতির অধিকার-শকক্ষত্রপগণ-ইউচিজাতি কর্তৃক উত্তরাপথে ও ক্ষুদ্র ক্ষুদ্র শকরাজ্য অধিকার—কনিষ্কের সময়ে শক রাজ্যের বিস্তৃতি—বুদ্ধগয়ায় মন্দির– বোধিসত্বমূর্তি—পুষ্কর্ণরাজ চন্দ্রবর্মার দিগ্বিজয় । মগধ ও বঙ্গ আর্য্যজাতি কর্তৃক অধিকৃত হইলে, দ্রবিড়ঞ্জাতির আদিম অধিবাসীগণ দেশত্যাগ করেন নাই । ভারতবর্ষের অবশিষ্টাংশের স্তায় এই দুইটি প্রদেশেও ক্রমশ: বিজেতৃগণের ধর্ম, রীতি-নীতি ও ভাষা অবলম্বন করিয়াছিল। দক্ষিণাত্যবাসী দ্রবিড়গণ সম্পূর্ণরূপে আৰ্য্যভাষা গ্রহণ করেন নাই ; কিন্তু তাহারা পুরাতন ধর্মের পরিবর্তে নূতন ধর্ম গ্রহণ করিয়াছিলেন এবং জাৰ্য্যগণের অনেক আচার ব্যবহারের অন্থকরণ করিয়াছিলেন । বঙ্গ ও মগধ, নবাগত বিজেতৃগণের শাসন অধিক দিন সহ করে নাই। খৃষ্টপূর্ব প্রথম সহস্রাব্দ উত্তরাপথের পূর্বণীমাস্তস্থিত প্রদেশগুলি আৰ্য্যগণের করায়ত্ব হইয়াছিল। এই ঘটনার তিন বা চারি শতাব্দী পরে, সমগ্র আর্য্যবর্ত, মগধের শূদ্ৰজাত রাজগণের অধীনতা স্বীকার করিতে বাধ্য হইয়াছিল। ভাষাতত্ত্ববিদ ও প্রত্নতত্ত্ববিদগণ এক বাক্যে স্বীকার করিয়া থাকেন যে, প্রাচীন ভারতের শূত্রগণ অনার্ষ্য বংশসস্তৃত। উত্তরাপথে শূদ্ৰবংশজাত রাজবংশের প্রাধান্ত স্থাপনের প্রকৃত অর্থ,--আৰ্য্যজাতীয় বিজেতৃগণের নির্বীয্যতা ও ক্ষত্রিয়বংশজাত জার্ধ্যরাজগণের অধঃপতন । জাৰ্য্যরাজগণের অধঃপতনের পূর্বে উত্তরাপথের পূর্বাঞ্চলে জাৰ্য্যধর্মের বিরূদ্ধে দেশব্যাপী আন্দোলন উপস্থিত হইয়াছিল, জৈনধর্ম ও বৌদ্ধধর্ম এই আন্দোলনের ফল । জৈনধর্মগ্রন্থমালা পাঠ করিলে স্পষ্ট বুৰিতে পাৱা যায় যে, জাৰ্য্যাবর্তের পূর্বাংশই এই নূতন ধর্মমতের জন্মস্থান।