পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ቑፃ, বাঙ্গালার ইতিহাস মক্কদেশে মেৰচারণের ভূমির অধিকার লইয়া, যাযাবর জাতিদ্বয়ের দ্বন্দ্বযুদ্ধের ফলে ইউচি জাতি যখন পরাজিত হইয়া নতুন আবাসের সন্ধানে পশ্চিমাভিমুখে যাত্রা করিল, তখন প্রাচীন প্রাচ্যজগতের ইতিহাসের একটি নতুন অধ্যায় আরম্ভ হইল। ইউচিগণ অগ্রসর হইলে তাহাদিগের সহিত উ-হুন নামক আর একটি শক জাতির বিবাদ হয়, ফলে উ-স্থনগন পরাজিত হইয় তাহাদিগের মেষচারণ ভূমি পৱিত্যাগ করিয়া পলায়ন করিতে বাধ্য হয় । ইউচিগণ কিয়ৎকাল উ-স্কনদিগের আবাস-ভূমিতে বাস করিতে থাকে। উ-স্বনগন প্রত্যাবর্তন করিয়া ইউচিদিগকে পরাজিত করে এবং উহাদিগকে পলায়ন করিতে বাধ্য করে। ইউচিগণ পশ্চিমাভিমুখে অগ্রসর হইয়া ক্রমশ: বক্ষু বা চষ্ণু (Oxus) নদীতীরে উপস্থিত হইয়াছিল। বক্ষু নদীর উত্তর তীরে, শকদ্বীপে (Sogadians) যে সকল শকজাতি বাস করিতেছিল, তাহার নবাগত শকজাতি কতৃক তাড়িত হুইয়া বাহনীক ও কপিশার যবন বা গ্রীক রাজ্য আক্রমণ করিয়াছিল’ যবনগণ পরাজিত হইয়া, উত্তরাপথ আক্রমণ করিয়া, বহু নতুন রাজত্ব স্থাপন করিয়াছিলেন তখন মৌর্যসাম্রাজ্যের শেষ দশ ; শেষ মৌর্য নরপতি বৃহস্থ, তাহার শুঙ্গবংশীয় ব্রাহ্মণ জাতীয় সেনাপতি পুস্তমিত্র কর্তৃক নিহত হইয়াছিলেন । জছুমান হয় যে, ১৮৫ খৃষ্টপূর্বান্ধে মৌর্যবংশের রাজ্য লোপ হইয়াছিল। পুস্তমিত্র সিংহাসনে আরোহণ করিয়া কপিশা ও পঞ্চনদবাসী যবনদিগের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিয়াছিলেন । পুস্তমিত্র, অগ্নিমিত্র ও গুজবংশীয় শেষ রাজা দেবভূমি বা দেবভূতি অত্যস্ত দুশ্চরিত্র ছিলেন এবং সেই কারণে র্তাহাকে প্রছন্নভাবে হত্যা করা হইয়াছিল। দেবভূমির ব্রাহ্মণমন্ত্রী, কাশ্ববংশীয় বাস্থদেব, র্তাহার মৃত্যুর পরে পাটলিপুত্রের সিংহাসন অধিকার করিয়াছিলেন । কাঞ্চবংশীয় রাজগণের সময়ে সাম্রাজ্য মগধের সীমা মধ্যে সীমাবদ্ধ ছিল বলিয়াই বোধ হয় । ১২ । শকাধিকারকালের বিস্তৃত বিবরণ আমার “শকাধিকার কাল ও কলিঙ্গ” নামক প্রবন্ধে প্রদত্ত হইয়াছে—বঙ্গীয় সাহিত্য পরিষৎ-পত্রিক1, DDBBBS BBBB BBBS BB BBBD DDBB BBDB BBD BBB BBS টমাস প্রভৃতি প্রত্নতত্ববিদগণ এই মত গ্রহণ করিয়াছেন।--The Scythian Period of Indian History, Indian Antiquary. 1908, pp. 25-75 W.A. Smith, Early History of India, 3rd Edition, p. 215, App. J, p-251. Note, p-255. Note 1, p.269; F. W. Thomas. The Date: of Kanishka, Journal of the Boyal Asiatic Society, 1918, p. 627