পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ । 关*、 छज, वा कांधंब६कैङ्ग ब्रांछ गं८*ब्र ब्रांछङ्कां८ण हेछांश्रेिबिछ नांशक छदैनक সামন্ডরাজ বুদ্ধগয়ায় বোধিবৃক্ষ ও বজ্রাসনের উপর মহারাজ অশোক প্রিয়দর্শী যে, মন্দির নির্মাণ করিয়াছিলেন, তাহার চতুস্পাশে একটি পাষাণ নির্মিত বেষ্টনী নির্মাণ করাইয়া দিয়াছিলেন । বুদ্ধগয়ায় বর্তমান মন্দিরের চতুস্পাশে যে পাষাণ বেষ্টনীর ধ্বংসাবশেষ অস্তাবধি বিদ্যমান আছে তাহ খৃষ্টপূর্ব দ্বিতীয় বা প্রথম শতাব্দীতে ব্রহ্মমিত্র ও তাহার পত্নী নাগদেবার আদেশে নির্মিত হইয়াছিল - । শুঙ্গ ৰা কাম্ববংশীয় রাজগণের কোন প্রাচীন খোদিতলিপি অদ্যাবধি মগধে, রাঢ়ে, গৌড়ে বা বঙ্গে আবিষ্কত হয় নাই। শুঙ্গবংশীয়গণের একখানি মাত্র খোদিতলিপি আবিষ্কৃত হইয়াছে • • । কিন্তু কাশ্ববংশীঘ্নগণের কোন খোদিতলিপি ভারতের কোন স্থানে আবিষ্কৃত হয় নাই স্থতরাং গৌড়, রাঢ় বা বঙ্গ র্তাহাদিগের রাজ্যভুক্ত ছিল কিনা তাহা নির্ণয় করা দুঃসাধ্য। শকগণ ধীরে ধীরে মধ্য এশিয়া হইতে অগ্রসর হইয়া, কপিশা, গান্ধার ও পঞ্চনদের ( বর্তমান আফগানিস্তান ও পাঞ্জাবের ) যবন রাজগণের অধিকার লোপ করিয়া নতুন রাজ্যস্থাপন করিয়াছিলেন । ক্রমে উত্তরাপথের পশ্চিমাংশ শকরাজগণের অধিকারভুক্ত হইল । মোগ বা মোআ, আয়, স্পলহোর, স্পলগদম প্রভূতি শক জাতীয় রাজগণ গাস্কার, কপিশা এবং পঞ্চনদে রাজত্ব করিতেন । ক্রমে শকগণের প্রথম ১৩ । মহাবোধি মন্দিরের চতুস্পাশে যে পাষাণ নির্মিত বেষ্টনীর ধ্বংসাবশেষ দেখিতে পাওয়া যায়, তাহার কাল-নির্ণয় সম্বন্ধে পণ্ডিতগণের মধ্যে মতভেদ আছে । পূর্বে কনিংহামু এই বেষ্টনীর স্তম্ভ ও স্থচীর খোদিতলিপি দেখিয়া ইহা অশোক-নির্মিত স্থির করিয়াছিলেন। বেষ্টনীর বহু স্তম্ভ ও স্বচী বুদ্ধগয়ায় মহাপ্তগণের গৃহনির্মাণকালে ব্যবহৃত হইয়াছিল । ১৯• ৭ খৃষ্টাবো মহাত্ত কৃষ্ণদয়ালগিরি গভর্ণমেণ্টের অনুরোধ অসুসারে সমস্ত স্তম্ভগুলি যথাস্থানে পুনঃস্থাপন করিয়াছিলেন । এই স্তম্ভগুলির একটিতে রাজা ব্রহ্মমিত্র ও তাহার পত্নী নাগদেবার নাম আছে । এই প্রমাণের বলে মৃত ডাঃ ব্লক (Dr. g. H. Blook) স্থির করেন যে পাষাণ বেষ্টনী অশোক—লিমিত নহে, ইহা শুক্ষ বা কাশ্ববংশীয় রাজগণের রাজত্বকালে নির্মিত হইয়াছিল । মহাবোধিমন্দিরের পাষাণ বেষ্টনীর দুইএকটি সূচীতে খৃষ্টপূর্ব দ্বিতীয় বা প্রথম শতাব্দীর অক্ষরও দেখা গিয়াছে । - - ১৪। মধ্যপ্রদেশে বরস্থত গ্রামে যে প্রাচীন কূপের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হইয়াছে ; তাহার তোরণের একটি স্তম্ভের খোদিতলিপিতে শুঙ্গবংশের উল্লেখ stics Luders's List of Brahmi Inscription's, Epigraphia Indica, vol, X, p. 65 No-687. -