পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$a বাঙ্গালার ইতিহাস चांविकृऊ श्ब्रांहिल** । s>> • धूटेरिक भूब्रलिङ्गादांझ cजलांद्र चिठौद्ध दा कुजैौग्न ৰাহুদেবের একটি কদাকার স্ববর্ণমুদ্র আবিস্কৃত হইয়াছিল। ইহা এশিয়াটিক সোসাইটিতে প্রেরিত হইয়াছিল** । কিন্তু এখন আর ইহা দেখিতে পাওয়া যায় না। দ্বিতীয় বা তৃতীয় বাস্থদেবের বহু স্ববর্ণমুদ্র কলিকাতার সরকার চিত্রশালায় রক্ষিত আছেই । কিন্তু ইহাঃ মধ্যে কোনটি মুরশিদাবাদ জেলায় আবিষ্কৃত, তাহ নির্ণয় করা অসম্ভব । বুদ্ধগয়ার মন্দিরের প্রাঙ্গন ও প্রথমতল বহুকালবিধি বালুকায় আচ্ছাদিত ছিল। ১৮৮• হইতে ১৮৯২ খৃষ্টাব্দ পর্যন্ত ঐযুক্ত জে, ডি এম রেগলার মহাবোধিমন্দির খনন ও সংস্কার কার্ষে নিযুক্ত ছিলেন । এইসময়ে রক্তবর্ণ প্রস্তরনিমিত একটি বোধিসত্ত্ব মূর্তি আবিষ্কৃত হইয়াছিল** । এই মৃতিটি মগধের শকাধিকারের অপর নিদর্শন। ইহা মথুরার রক্তবর্ণ প্রস্তরনির্মিত এবং সম্ভবতঃ এই মূর্তি মথুরায় নির্মিত হইয়া প্রতিষ্ঠার জন্ত মহাবোধিতে আনীত হইয়াছিল। কাণিক্ষের ৩য় রাজ্যাঙ্কে বারাণসীতে প্রতিষ্ঠিত বোধিসত্বমূতি" এবং শ্রাবস্তীর ধ্বংশাবশেষ মধ্যে আবিষ্কৃত বোধিসত্ত্ব মুভিস্বপ্ন’, প্রতিষ্ঠার জন্য মথুরা হইতে বারাণসী ও শ্রাবস্তীতে নীত হইয়াছিল। এই মূতির পাদপীঠে একটি খোদিতলিপি আছে, আবিষ্কারের পরে এই খোদিত লিপির অধিকাংশ ক্ষয় হইয়া গিয়াছে, কনিংহাম ভঁাহার মহাবোধি গ্রন্থে এই খোদিত লিপির যে চিত্র প্রকাশ করিয়াছেন শ, পাঠোদ্ধারে তাহাই এখন একমাত্র অবলম্বন । এই খোদিতলিপি হইতে অবগত হওয়া যায় যে কোন অব্দের ৬৪ সম্বৎসরে মহারাজ তুকমলের রাজ্যে এই বোধিসত্বমূর্তি প্রতিষ্ঠিত হইয়াছিল•• । এই অব শকান্ধ কি গুপ্তাৰ, তাহ স্থির হয় নাই । অক্ষরতত্ত্ববিদ ডাক্তার বুলারের ২৩। শ্ৰীযুক্ত রমাপ্রসাদ চন্দ রচিত গৌড়রাজমালা, পৃ: ৪ । R8 | Proceedings of the Asiatic Socity of Bengal, 1890, p.162, * W. A. Smith, catalouge of Coins in the Indian Museum, £alcutta, Wol, I pp 87–88

    • i Cunningham’s Mahabodhi, pp. 7 and 21 ; P.L. XXV aa t . Epigraphia Indica, Vol. VIII, p. 175 av i Ibid, p. 180 ; Annual Report of the Archaeológical §urvery of India, 1908-9, p, 135, a» I Mahabodhi, PL. XXV. o- 1 Epigraphia indica, Vol X APP. P. 97 No. 940 . . .