পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

`छ्रद्धैश् चॆग्विट्झ ·經》 মতে ইহা গুপ্তাৰ- ১ । এই মত অনেকেই সমর্থন করিয়াছেন । কিন্তু BBB BBBB BB DD BBBiS BBB u DDD BBBB BB এই খোদিত লিপির অক্ষর সমূহ সম্রাট সমূদ্রগুপ্তের এলাহাবাদ প্রশক্তির অক্ষরের অম্নরূপ, স্থতরাং ইহা কোন মতেই খৃষ্টীয় দ্বিতীয় শতাব্দীর খোদিত্তলিপি হইতে পারে না । - খৃষ্টীয় তৃতীয় শতাব্দীর শেষভাগে বিস্তৃত কুষানসম্রাজ্য ৰহু ক্ষুদ্র ক্ষুদ্র খগুরাজ্যে বিভক্ত হইয়। গিয়াছিল। এই সময়ে বঙ্গে বা মগধে কোন জাতীয় কোন বংশের অধিকার ছিল তাহ অদ্যাপি জানিতে পারা যায় নাই । মগধে গুপ্তরাজৰংশ তখনও সম্রাট পদবীলাভ করেন নাই । শক রাজগণ তখনও উত্তরাপথের নানাস্থান অধিকার করিয়া আছেন, এই সময় রাজপুতানার মরুপ্রদেশের পুষ্করগ্রানগরের অধিপতি চন্দ্রবর্মী সপ্তসিন্ধুর মুখ ও বাহনীকদেশ হইতে বঙ্গদেশ পর্যস্ত সমস্ত আর্যাবর্ত জয় করিয়াছিলেন । বঙ্গদেশে বাঁকুড়া জেলায়, শুশুনিয়া পর্বতগাত্রে চন্দ্রবর্মার যে শিলালিপি আছে, তাহা হইতে অবগত হওয়া যায় যে, তাহার পিতার নাম সিংহবর্ম এবং তিনি চক্রস্বামী বা বিষ্ণুর উপাসক ছিলেন । পুরাতন দিল্লীর ধ্বংশাবশেষ মধ্যে কুতুবমিনারের নিকটে মসজিদ কুতুব-উল-ইসলামের অঙ্গনে একটি বৃহৎ লৌহস্তম্ভ আছে। ইহার গাত্রে যে প্রাচীন খোদিতলিপি আছে, তাহা হইতে জানিতে পারা যায় যে, চন্দ্র নামে জনৈক রাজ বিষ্ণুপাদগিরিতে বিষ্ণুর ধ্বজ স্থাপন করিয়াছিলেন এবং বঙ্গে সিন্ধুর সপ্ত মুখের পার ও বাহনীক দেশে যুদ্ধে জয়লাভ করিয়াছিলেন- । মহামহোপাধ্যায় ঐযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী মালবদেশে, প্রাচীন দশপুত্বের (বর্তমান মদশের ) ধ্বংশাবশেষ মধ্যে একখানি শিলালিপি আবিষ্কার করিয়াছেন। তাহা হইতে অবগত হওয়া যায় যে, চন্দ্রবর্মার ভ্রাতার নাম নৱবৰ্মা এবং তিনি ৪৬১ বিক্রমাৰে ( ৪০৪-৫ খৃষ্টাব্দ ) জীবিত ছিলেন । এই সকল প্রমাণের

  • > . Buhler's Indian paloegraphy (English Trans), p. 46 Note 10.

vox 1 Jaurnal of the Asiatic Socity of Bengal, 1898, Pt, I.P-282, Note I, Indian Antiquary, 1908, p. 39. ایی vos į Ibid, vol XXXIII, p. 40. ৩৪। প্রবাসী, ১৩২•, পৃ: ৪৯৭ । s “ <* I Fleet's corpus Inscriptionum Indicarum, vol, III, p. 14i. os Indian Antiquary, 1913, pp. 217-19. h , , ,