পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छैडूर्ष *केि महल "sత

  • कप्रांजणtनंब चश्रुबान निज नांरब ८ैोना भूत्वा यूजांश५ जांब्रख करश्न ** । ইহা হইতে অনুমান হয় যে, ৩১• শকান্স ও ১° গোপ্তাদের (৬৮৮ হইতে ৪৯৯ খৃষ্টাৰ ) মধ্যবর্তী সময়ে মহাক্ষত্রপ রুদ্রসিংহের অধিকার গুপ্তসাম্রাজ্যভুক্ত হইয়াছিল * । মহারাজাধিরাজ দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে চীনদেশীয় ভিক্ষু ফা-হিয়েন বৌদ্বতীর্থ দৰ্শন উপলক্ষে ভারতবর্ষে আগমন করিয়াছিলেন। তিনি ছয়বৎসরকাল গুপ্তসাম্রাজ্যের সীমা মধ্যে বাস করিয়াছিলেন এবং পুরুষপুর, তক্ষশিলা, মথুরা, সঙ্কাগু, কান্তকুৰ, কপিলাবাৰ, পাটলিপুত্র, শ্রাবস্তী বুদ্ধগয়া, রাজগৃহ, তাম্রলিপ্তি প্রভৃতি প্রাচীন নগরসমূহের বিবরণ লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। তাহার সময়ে মগধদেশের নগরগুলি উত্তরাপথের মধ্যে সর্বাপেক্ষা বৃহত্তম ছিল। তিনি বৈশালী, পাটলিপুত্র, রাজগৃহ, গয়া প্রভৃতি প্রধান বৌদ্বতীর্থ সমূহ দৰ্শন করিয়াছিলেন। রাজধানী পাটলিপুত্র নগরের ঐশ্বৰ্য্য দর্শনে চৈনিক শ্রমণ বিস্মিত ও মুগ্ধ হইয়াছিলেন। গুরুভার বৃহদাকার পাষাণ খণ্ড নির্মিত মৌর্য্য-সম্রাট অশোকের প্রাসাদ তখনও ধ্বংস হয় নাই। সেই পাষাণখওসমূহ যোজন ও স্থাপন তৎকালে মানবের অসাধ্য বলিয়া বিবেচিত হইত। খৃষ্টীয় চতুর্থ ও পঞ্চম শতাব্দীর মগধবাসিগণ অশোকের প্রাসাদ ও চৈত্যসমূহ দানবগণ কর্তৃক নির্মিত বলিয়া অনুমান করিতেন। তখন পাটলিপুত্রে হীনযান ও মহাযান সম্প্রদায়ের শতশত ভিক্ষু বৌদ্ধসম্বারামগুলিতে ৰাস করিতেন। মগু,ঞ্জ নামক ব্রাহ্মণ জাতীয় উপাধ্যায়কে উত্তর সম্প্রদায়ের ভিক্ষুগণ অতিশয় শ্রদ্ধা করিতেন। পাটলিপুত্র নগরে বৎসরের দ্বিতীয় মাসের অষ্টম দিবসে দেবগণের রথযাত্রা দেখিয়া চীনদেশীয় শ্রমণ আশ্চৰ্য্যাম্বিত হইয়াছিলেন। তখন নগরে বহু চিকিৎসালয় ছিল ; জাতুর, রোগগ্রস্ত ব্যক্তিগণ অর্থব্যয় না করিয়া এই সকল স্থানে ঔষধ ও পথ্য পাইতেন। ফা-হিয়েনের বৃত্তান্ত পাঠ করিয়া ঐতিহাসিক ভিলেন্ট স্মিথ আশ্চৰ্য্যাম্বিত

(ss) J. Allan, British Museum Catalogue of Indian coins, Gupta dynasties p-48. . (**) v. A. Smith, Early History of India, 3rd Edition, p-292, , , ; *