পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ges बांधांजांबू देखिऋांन চন্দ্রগুপ্তের কতকগুলি খুঁজতযুদ্র আবিষ্কৃত হইয়াছিল মগধে বা ৰঙ্গে জঙ্কাপি মহারাজাধিরাজ দ্বিতীয় চন্দ্রগুপ্তের কোন খোদিতলিপি আবিষ্কৃত হয় নাই । ৯৩ হইতে ৯৬ গৌপ্তাদের মধ্যে কোন সময়ে দ্বিতীয় চন্দ্রগুপ্তের দেহাবসান হইয়াছিল এবং প্রথম কুমারগুপ্ত সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। প্রথম কুমারগুপ্ত রাজ্যাভিষেকের পরে মহেন্দ্র বা মহেশ্রাদিত্য উপাধি গ্রহণ করিয়াছিলেন। ৯৬ গোপ্তাষে, আধুনিক যুক্তপ্রদেশের ইটজেলায় বিলসড গ্রামে আবিষ্কৃত একটি শিলাস্তম্ভ প্রতিষ্ঠিত হইয়াছিল। এই শিলাস্তম্ভের খোদিতলিপি হইতে অবগত হওয়া যায় যে, এবশৰ্মা নামক একব্যক্তি প্রথম কুমারগুপ্তের রাজত্বকালে একটি তোরণ, একটি মন্দির ও একটি ধর্শ্বসত্ৰ নিৰ্ম্মান করিয়াছিলেন ** । এই ঘটনার দুই বৎসর পরে মাতৃদাস প্রমুখ কয়েকজন ব্যক্তি আর একটি সজ স্থাপন করিয়াছিলেন। এলাহাবাদ জেলায় কচ্ছনা তহশীলের অন্তর্গত গাঢ়োয়াগ্রামে আবিষ্কৃত একটি শিলালিপিতে এই ঘটনার উল্লেখ আছে * । প্রথম কুমারগুপ্তের রাজ্যকালে উদয়গিরি পর্বতগুহায় গোশৰ্ম্ম নামক জনৈক জৈনাচাৰ্য্য ত্রয়োবিংশতিতম তীর্থঙ্কর পার্শ্বনাথের একটি মূৰ্ত্তি প্রতিষ্ঠা করিয়াছিলেন । ১১৩ গোঁথাৰে মখুরানগরে আর একটি জিনমূৰ্ত্তি প্রতিষ্ঠিত হইয়াছিল “ । চারি পাচ বৎসর পূৰ্ব্বে বঙ্গদেশে রাজশাহী জেলার অন্তর্গত নাটোর মহকুমায় বড়ইগ্রাম থানার অধীন ধানাইদহ গ্রামে জনৈক মুসলমান কৃষক একখানি ক্ষুদ্র তাম্রশাসন আবিষ্কার করিয়াছিল। তাহার নিকট হইতে নাটোরের ভূস্বামী মৌলৰী ইত্বশা-আলি খা-চৌধুরী তাম্রশাসনখানি পাইয়াছিলেন। স্বপ্রসিদ্ধ ঐতিহাসিক ঐযুক্ত অক্ষয়কুমার মৈত্রেয় মহাশয় এই আবিষ্কারের সংবাদ পাইয়া উহা মৌলবী ইরশা-জালির নিকট হইতে লইয়া গিয়াছিলেন। ১৯-৮৭খৃষ্টাৰে কলিকাতায় ৰে শিল্পপ্রদর্শনী হইয়াছিল তাহাতে বলীয় সাহিত্য পৰিবৰ বাম্বালা দেশের পুরাতৰ (ss) Journal of the Asiatic Society of Bengal, vol xxi.P.40 (ss) Fleet's Corpus Inscriptionum Indicarum, vol 111, p.44 (ee) Ibid P. 38 (ee) Ibid, P. 258 - (•^) Epigraphia Indica, vo1 ii, P. 210. No-x.