পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেন্ন $os তাম্রশাসন দ্বারা লিপিবদ্ধ হইয়াছে । ১৮৭ খৃষ্টাকে স্বৰ্গীয় পণ্ডিত ভগবানলাল ইন্দ্রজী যমুনাতীরে, এলাহাবাদ জেলায় কচ্ছনা তহীলের অন্তর্গত মনকুয়ার গ্রামে একটি বুদ্ধমূৰ্ত্তি আবিষ্কার করিয়াছিলেন। এই মূৰ্ত্তির পাদপীঠে একটি খোদিতলিপি উৎকীর্ণ আছে। ইহা হইতে অবগত হওয়া যায় যে, ১২৯ গোপ্তান্ধে ( ৪৪৮ খৃষ্টাব্দে ) মহারাজাধিরাজ কুমারগুপ্তের রাজ্যে ভিক্ষু বুদ্ধমিত্র কর্তৃক এই বুদ্ধমূৰ্ত্তি প্রতিষ্ঠিত হইয়াছিল দামোদরপুরের জার একখানি তাম্রলিপি হইতে জানা যায় যে, ১২৯ গোপ্তাষ্ণে পরমদৈবত পরমভট্টারক মহারাজাধিরাজ কুমারগুপ্তের রাজাকালে উপরিক চিরাতদত্ত পুণ্ড বৰ্দ্ধন ভুক্তিতে শাসনকর্তা ছিলেন এবং কুমারামাতা বেত্রবর্শ্ব তৎকর্তক কোটাবর্ষ বিষয়ের শাসনকর্তা নিযুক্ত হইয়াছিলেন। উক্ত বর্ষে একজন অজ্ঞাতনামা ব্যক্তি কুমারামাত্য বেত্রবর্শা, নগরশ্রেষ্ঠ ধূতিপাল, সার্শ্ববাহ বন্ধুমিত্র, প্রথমকুলিক ধুতিমিত্র, প্রথমকায়স্থ শাস্বপাল প্রমুখ কৰ্ম্মচারিগণের নিকট পঞ্চমহাযজ্ঞ প্রবর্তনের জন্য প্রতি কুল্যবাপের তিন দীনার মূল্যে কিঞ্চিৎ ভূমি ক্রয় করিবার জন্য আবেদন করিয়াছিল এবং তাহার আবেদন গ্রাহ হইয়াছিল । তাম্রশাসন ক্ষয়ের জন্য ক্রীত ভূমির পরিমাণ এবং যে ব্রাহ্মণ ভূমি ক্রয়ের জন্য আবেদন করিয়াছিল তাহা পড়িতে পারা যায় নাই । দ্বিতীয় তাম্রলিপি হইতে জানিতে পারা যায় যে, ১২৯ গোপ্তান্ধে উপরিক চিরাতদত্ত পুণ্ড বৰ্দ্ধন ভুক্তির এবং কুমারমাত্য বেত্রবর্শা কোটাবর্ষ বিষয়ের শাসনকর্তা ছিলেন দামোদরপুরে আবিষ্কৃত এই দুইখানি তাম্রলিপি স্বার স্পষ্ট প্রমাণ হইতেছে যে, পুণ্ডবৰ্ধনভূক্তি অর্থাৎ বাঙ্গালাদেশের উত্তরভাগ গুপ্তসাম্রাজ্যের অন্তভূক্ত ছিল। পুণ্ডবৰ্ধনভুক্তি বলিতে কেবল উত্তরবঙ্গ বুঝায় না, বর্তমান সময়ে আমরা যে দেশকে পূৰ্ব্ববঙ্গ বলি তাহারও কিয়দংশ পুও বৰ্দ্ধন বা পেও বৰ্দ্ধনভূক্তির অন্তভুক্ত ছিল। লক্ষ্মণসেনদেবের পুত্র কেশবসেনদেবের রাজ্যকালের একখানি তাম্রশাসনে দেখিতে পাওয়া যায় যে, সে সময়ে অর্থাৎ খৃষ্টীয় দ্বাদশ শতাব্দীতে বিক্রমপুর পর্যন্ত পুণ্ডবৰ্ধন বা পৌঁও-বৰ্দ্ধনভূক্তির অন্তভুক্ত ছিল " " ! (8») Epigraphia Indica vol xv, p.p. 130-31 sa (ss) Fleet's Corpus inscriptionum Indicarum, vol 111.p.46 (as) Epigraphia Indica. vol xv, pp. 133-34 - (ss) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Seris, vol x. p. 103 * 、费 }