পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

载歌 बांचगंणांङ्ग हेलिहांज ১৩১ গোঁথাৰে ( ৪৫ খৃষ্টাৰে) কাকনাৰোট (বর্তমান সাঢ়ি ) মহাবিহারে উপাসক সনসিদ্ধের ভাৰ্য্যা উপাসিকা হরিশ্বামিনী প্রত্যহ একটি করিয়া ভিক্ষু ভোজন করাইবার জন্য এবং প্রতিদিন দুইটি প্রদীপ প্ৰজলিত করিবার জন্য চতুর্দশ দীনার (স্ববর্ণমুদ্র ) দান করিয়াছিলেন “ । প্রথম কুমারগুপ্তের রাজাকালের শেষভাগে গুপ্তসাম্রাজ্য পরাক্রান্ত গুগুক্ষিীয় ও ৰণজাতি কর্তৃক আক্রান্ত হইয়াছিল। পুগুমিত্রীয়দের সহিত যুদ্ধে সম্রাটের সেনা পরাজিত হইলে যুবরাজ ভট্টারক স্কলগুপ্ত বহুকষ্টে তাহাদিগকে পরাস্ত করিয়াছিলেন । মধ্য-এশিয়াবাসী হুপজাতি এই সময়ে তাহাদিগের মকৰাস পরিত্যাগ করিয়া প্রতীচ্যে রোমক সাম্রাজ্য ও প্রাচ্যে গুপ্তসাম্রাজ্য আক্রমণ করিয়াছিল এবং খৃষ্টীয় পঞ্চম শতাব্দীর মধ্যভাগে গুপ্তবংশীয় সম্রাটগণ প্রতিনিয়তঃ বর্বর জাতির আক্রমণে অতিশয় বিপন্ন হইয়া পড়িয়াছিলেন । ১৩১ হইতে ১৩৬ গেীপ্তান্ধের (৪৫০-৪৫৫ খৃষ্টাম্বোর) মধ্যে কোন সময়ে মহারাজ+ ধিরাজ প্রথম কুমারগুপ্তের মৃত্যু হইয়া ছিল কুমারগুপ্তের একাধিক ৰিবাহ ছিল এবং তাহার স্ববর্ণ মুদ্রার রাজমূর্তির সহিত দুইজন পট্টমহিষীর মূৰ্ত্তি দেখিতে পাওয়া যায় তাহার প্রথম পত্নীর নাম অস্থাপি আবিষ্কৃত হয় নাই ** । অনুমিত হয় যে স্কন্দ্রগুপ্ত কুমারগুপ্তের প্রথম পত্নীর গর্ভজাত । কুমারগুপ্তের দ্বিতীয়া পত্নীর নাম অনন্তদেৰী অনন্তদেবীর গর্ভজাত পুত্ৰ পুরগুপ্ত ** স্কন্দ্রগুপ্তের মৃত্যুর পরে সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। সমুদ্রগুপ্তের ন্যায় প্রথম কুমারগুপ্ত অশ্বমেধযজ্ঞের আহ্ঠান করিয়াছিলেন (se) lbid, p. 261 (se) ibid, p. p. 53-54 (ga) V.A. Smith, Early History of India,3rd Edition p. 308 (su) British Museum catalogue of Indian coins, Gupta dynastise,p. 81, Journal of the Royal Asiatic Society 1989, p. 109. (se) British Museum catalogue of Indian coins, Gupta dynasties p. 1. • (••) Epigraphia Indica, Vol viii. Appendix 1. p. 10. (es) Ibid,