পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(s) কলিকাতা চিত্রশালার অধ্যক্ষ ডাক্তার এন. এননডেল ও প্রত্ন উত্তৰভাগের অধ্যক্ষ ডাক্তার ডি বি পুনার ‘কলিকাতা চিত্রশালার প্রত্নতত্ত্ব বিভাগে রক্ষিত প্রাচীন যুদ্র ও নিদর্শনসমূহের চিত্র প্রকাশের অল্পমতি দিয়াছেন, কলিকাতার এসিয়াটিক সোসাইটীর পরিচালকবর্গ প্রথম মছিপালদেবের ষষ্ঠ রাজ্যাঙ্কে লিখিত ‘অইলাহত্রিকা প্রজ্ঞাপারমিতা’ গ্রন্থের এবং ধানাইদহে আবিষ্কৃত প্রথম কুমারগুপ্তের তাম্রশাসনের চিত্র প্রকাশের অনুমতি দিয়াছেন। এতদ্ব্যতীত রায় প্রযুক্ত মৃত্যুঞ্জয় রায়চৌধুরী ও ক্রযুক্ত প্রফুল্লনাথ ঠাকুর এক একটি প্রাচীন মুদ্রার চিত্র প্রকাশের অন্ধমতি দিয়াছেন। পণ্ডিত ঐযুক্ত বসন্তরঞ্জন রায় ও যুক্ত চিত্তমূখ সঙ্কাল নৰাবিষ্কৃত নারায়ণ পালের উক্ত রাজ্যাঙ্কে প্রতিষ্ঠিত পাৰ্ব্বতী মূৰ্ত্তির চিত্র প্রকাশের অনুমতি দিয়াছেন, এবং ঢাকা চিত্রশালার অধ্যক্ষ শ্ৰীযুক্ত নলিনীকান্ত ভট্টশালী বাঘাউরা গ্রামে আবিষ্কৃত প্রথম মহীপালদেবের তৃতীয় রাজ্যাঙ্কে প্রতিষ্ঠিত বিষ্ণু মূৰ্ত্তির একখানি চিত্র প্রদান করিয়াছেন। এই সকল বিদ্বজন সমাজ ও সাহিত্যাগুরাগী বন্ধুবর্গের সাহায্যে গ্রন্থে প্রকাশিত চিত্রসমূহ সংগৃহীত হইয়াছে। এমারেল্ড প্রেসের স্বত্বাধিকারী রক্ত গণদেব গঙ্গোপাধ্যায় ও তত্ত্বাহধায়ক শ্ৰীযুক্ত রামকৃষ্ণ ভট্টাচার্ষ্যের অতি অল্প সময়ের মধ্যে এই গ্রন্থ স্বচারুরূপে মুদ্রিত হইয়াছে। বহুবর্ণ ও একবর্ণ চিত্রগুলি প্রসিদ্ধ চিত্রশিল্পী মেসাস ইউ, রায় এগু সন্স কর্তৃক ত্রযুক্ত স্বকুমার রায়ের তত্ত্বাবধানে মুদ্রিত হইয়াছে । গ্রন্থের শেষে যে বর্ণাজুকুষিক স্বচী সন্নিবিষ্ট হইল, তাহা সহৃদয় শ্ৰীযুক্ত হরিদাস গঙ্গোপাধ্যায় কর্তৃক সঙ্কলিত হইয়াছে। যে সকল তথ্য এখনও ঐতিহাসিক সত্যরূপে প্রমাণ হয় নাই, তাহ প্রত্যেক পরিচ্ছেদের শেষে পরিশিষ্ট্রে ●थमख इहेल । গ্রন্থকারের বন্ধুবর্গের বহু পরিশ্রম সত্ত্বেও গ্রন্থ মধ্যে বহু শ্রম প্রমা রহিয়া গিয়াছে । ভরসা করি, সন্ধদয় পাঠকবর্গ ক্রটি মার্জন করিবেন। দ্বিতীয় ভাগে মুসলমান বিজয়কাল হইতে আকবর কর্তৃক বাঙ্গল বিজয় পর্ষপ্ত সময়ের ইতিহাস প্রকাশিত করিবার ইচ্ছা বুহিল। ৬৫নং সিমল ষ্ট্ৰীট, ৮ই চৈত্র, ১৩২১

  • . . . . . : ; चन्त्रांच्यंiच्नर्थ- ब८भयां★ाँवग्नांग्न