পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ *3 ছিল তাছা বলিতে পারা যায় না। সারনাথে জাবিষ্কৃত শিললিপি হইণ্ডে জানিতে পারা যায় যে, ১৫৭ গেীপ্তাৰে (৪৭৬ খৃ অৰ) বারাণসীতে জর্থাৎ মধ্যদেশে বুধগুপ্তের অধিকার স্বপ্রতিষ্ঠিত হইয়াছিল। দামোদয়পুরের তাম্রলিপিতে যদিও তারিখ নাই তথাপি ইহা হইতে স্পষ্ট প্রমাণ হইতেছে যে পূণ্ডবৰ্ধনভূক্তি কিছুকাল বুধগুপ্তের রাজ্যভুক্ত হইয়াছিল। অতএব ইহা অনুমান করা যাইতে পারে যে, যে সময়ে মধ্যদেশ বুধগুপ্তের রাজ্যভূক্ত ছিল, সেই সময়ে অথবা অব্যবহিত পূৰ্ব্বে বা পরে গৌড়দেশও র্তাহার রাজ্যভূক্ত ছিল। অতএব ইহা অৰণ্ড স্বীকার্য্য যে এই সময়ে গুপ্তসাম্রাজ্যের কেন্দ্র মগধও বুধগুপ্তের অধিকারভুক্ত ছিল। ইরানে আবিষ্কৃত শিলালিপি হইতে প্রমাণ হইতেছে যে,এই সময়ে অর্থাৎ সায়নাখে আবিষ্কৃত শিলালিপির তারিখ হইতে আট বৎসর পরে, ১৬৫ chattx( svs৮৪ খৃঃ অন্ধ ) মালবদেশ ও যমুনার দক্ষিণ ভাগ, অর্থাৎ যে ভূখণ্ড মোগলযুগে মালবস্তুৰ ও আগরাস্কবা নামে পরিচিত ছিল , তাহা বুধগুপ্তের অধিকাৰ ভূক্ত ছিল। মধ্যদেশের পশ্চিমভাগ বুধগুপ্তের অধিকারভুক্ত ছিল কিনা তাহা প্রমাণাভাবে বলিতে পারা যায় না। পূৰ্ব্বে কথিত আছে যে দামোয়পুরে আবিষ্কৃত বুধগুপ্তের রাজাকালের তাম্রলিপিগুলিতে তারিখ নাই, স্বতরাং বুধগুপ্তের অধিকার মধ্যদেশে, মগধে ও গৌড়দেশে কতদিন পৰ্য্যন্ত অক্ষুন্ন ছিল তাহা বলিতে পারা যায় না। র্তাহার যে সমস্ত রজতমুদ্রা আবিষ্কৃত হইয়াছে, সেগুলি ১৭৫ গৌপ্তান্ধে ( ৪৯৫-৯৬ খৃঃ অৰ ) মুদ্রিত হইয়াছিল । 岐 সমস্ত যুদ্রার তারিখ হইতে প্রমাণ হইতেছে যে মালবদেশে বুধগুপ্তের অধিকার ১৬৫ গোপ্তাৰ হইতে ১৭৫ গৌপ্তাৰ ( ৪৮৪-৪৯৫ খৃঃ অৰ) পৰ্য্যৰ অক্ষুন্ন ছিল। কিরূপে কিভাবে বুধগুপ্তের রাজ্যশেষ হইয়াছিল তাছা প্রমাপীভাবে বলিতে পারা যায় না। তাছার রাজাকালের দুইখানি শিলালিপি ও নিকট সারনাথে আবিষ্কৃত হইয়াছিল। প্রথম শিলালিপি থলোৱে () Epigraphia Indica, pp. 114-15 (») Ain+Akbari, vol II, pp, 182.209 . . . . . . . . (2) Catalogue of Indian coina, Gupta dynastina, z, 134