পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

११ বজালীৰ ইতিহাস তৃতীয় চন্দ্রগুপ্ত জ্বাদশাদিত্য, বিষ্ণুগুপ্ত, চন্দ্রাদিত্য ও জয়গুপ্ত প্রকাণ্ডবশের সহিত প্রাচীন গুপ্তরাজবংশের সম্বন্ধ অস্তাপি নিৰ্নীত হয় নাই। শতাধিক বধ পূৰ্ব্বে কালীঘাটে তৃতীয় চন্দ্রগুপ্তের কতকগুলি সুবর্ণমুদ্র আবিষ্কৃত হুইয়াছিল। এজাতীত ভারতবর্ষের অন্য কোনস্থানে অস্থাপি ইহার কোন মুদ্র বা খোদিতলিপি আবিষ্কৃত হয় নাই। কালীঘাটে এই সময়ে বিষ্ণুগুপ্তেরও কতকগুলি স্বৰণ মুদ্রাও আবিষ্কৃত হইয়াছিল। মুশ দাবাদ জেলার রাদামাট গ্রামে বিষ্ণুগুপ্তের আর একটি স্ববর্ণমুদ্র আবিষ্কৃত হইয়াছিল। এই স্থানে জয়গুপ্তের একটি স্ববর্নমুদ্র আবিষ্কৃত হইয়াছিল। কুমারগুপ্ত নামধারী দুইজন রাজার স্বৰ্ণমুদ্রা আবিষ্কৃত হইয়াছে। প্রথম জয়গুপ্তের একটিমাত্র তাম্রমুদ্র আবিষ্কৃত হইয়াছিল, ইহা এখন কলিকাতার সরকারি চিত্রশালায় আছে । মুদ্রার আবিষ্কার-স্থান দেখিয়া অকুমান হয় যে, তৃতীয় চন্দ্রগুপ্ত, বিষ্ণুগুপ্ত ও দ্বিতীয় জয়গুপ্ত মগধ ও গৌড়দেশের অধিপতি ছিলেন । - জন আগান অনুমান করেন যে,ই হার স্কন্দ্রগুপ্তের বংশধর কিন্তু স্কন্দগুপ্তের পুত্রপৌত্রাদির অধিত্বের কোন প্রমাণই অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। এই কারণে মহমান হয় এই যে ই হার দ্বিতীয় কুমারগুপ্তের বংশজাত । চাকা চিত্রশালার অধ্যক্ষ নলিনীকান্ত ভট্টশালী ঢাকা রিভিউ পত্রে প্রাচীন গুরাজবংশের শেষকয়জন রাজার যে কালপঞ্জী *" প্রকাশ করিয়াছেন এবং মধ্যাপক শ্ৰীযুক্ত রাধাগোবিন্দ বসাক ** দামোদরপুরে আবিষ্কৃত তাম্রলিপিগুলি প্রকাশকালে এই সম্বন্ধে যে মত প্রকাশ করিয়াছেন তাহ উপযুক্ত প্রমাণজারে রিশ্বাসযোগ্য হয় নাই । , , চাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস শাস্ত্রের অধ্যাপক ঐযুক্ত ডাক্তার রমেশচন্দ্র মুনমার পূর্বোক্ত লেখকদ্বয়ের মতের বিস্তুত সমালোচনা করিয়া ৰে প্ৰবন্ধ fāfRutten (The Suecessors of Kumara Gupta 1) ** stri sportfors ফুটুরায়,পরে এ সম্বন্ধে বাদামুবাদ নিম্প্রয়োজন । (RA) Dacea Review vol 10, pp 56-57 $i- (*•) Epigraphia Indica vol xv pp 118-27 t is o journal and Proceehinss of the Asiatic Society of “Bengal, New Series, vol xvii. pp. 249-5s, . . . & 8 "ఖ్మీ ، " . م ، دهه